আসসালামু আলাইকুম,,
আমার বাবা যেহেতু সরকারি চাকরিজীবী,,উনার পেনশনের টাকার যাকাত সম্পর্কে জানতে চাচ্ছি।উনি সামনের মাসে উমরা করতে যাবেন,,উনার পেনশনের টাকা পাওয়ার ১বছর তিনমাস হয়ে গেছে।। এখন উনি উমরায় যাওয়ার আগে যাকাত দিয়ে যেতে চেয়েছেন।আমাট প্রশ্ন,,
১.উনি উমরার নিয়ত আগেই করেছেন,, তো যাকাত দেওয়ার সময় কি উনি সম্পূর্ণ টাকার যাকাত দিবেন,,,নাকি উমরার টাকা বাদ দিয়ে বাকি টাকার যাকাত দিবেন??(উল্লেখ্য টাকা পাওয়ার একবছর পূর্ণ তিন মাস হলো)
২.উনি কাকে বা কোন শ্রেণির মানুষদের যাকাত দিতে পারবেন??উনার আপন বোন এর অবস্থা যদি একটু খারাপ হয় তাকে যাকাত দিতে পারবেন কি??আর উনার বোনের মেয়ে যার বাবা বা স্বামী কেওই নেই, তাকে কি যাকাত দেওয়া যাবে??।
যাকাত তো যাকে তাকে দেওয়া যায় না এজন্য একটু বর্ণনা করে বললে সুবিধা হয় যে কি টাইপ মানুষকে যাকাত দেওয়া যাবে??