বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
قُلْ إِنَّنِي هَدَانِي رَبِّي إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ دِينًا قِيَمًا مِّلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۚ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
আপনি বলে দিনঃ আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন একাগ্রচিত্ত ইব্রাহীমের বিশুদ্ধ ধর্ম। সে অংশীবাদীদের অন্তর্ভূক্ত ছিল না।
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
আপনি বলুনঃ আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে।(সূরা আন'আম-১৬১/১৬২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"পারলে তো নিশ্বাস নেওয়ার আগেও তাকে বলে নিতাম"। এই কথাটা চরম অজ্ঞতার কথা। এই রকম কথাবার্তা দ্বারা যদিও ঈমান যাবে না তবে কোনো মুসলমানের জন্য এমন বাক্য ব্যবহার করা কখনো উচিত হবে না।