আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
29 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (7 points)
১। সম্পূর্ণ নগ্ন হয়ে গোসল করা কি জায়েজ? এক্ষেত্রে কি গুনাহ হবে?

২। কিবলার দিকে পা দিয়ে বসলে বা শুলে কি আদবের খেলাফ হবে বা পাপ হবে?

৩। মসজিদে কেউ নামাজ পড়ছে,তার সামনে সিজদাহ পরিমাণ জায়গা বাদ রেখে তার সামনে দিয়ে কি যাওয়া জায়েজ হবে? নাকি নামাজির সামনে কোনো বস্তু রাখা ছাড়া কোনো দুরত্ব দিয়েই অতিক্রম করা যাবে না?

৪। ক্বিয়ামুল লাইল (তাহাজ্জুদ এর সালাত) করলে কি প্রতিদিন ই নিয়মিত করতে হবে? আমি সপ্তাহে ৩ দিন রাতে আগে ঘুমাতে পারি একটু,শুধু এই ৩ দিন আদায় করলে কি কোনো নিয়মের খেলাফ হবে? শুনেছি তাহাজ্জুত একবার ধরলে আর ছাড়া উচিত না বা জ্বীন আকৃষ্ট হয়,এগুলা কতটুকু সত্য?

৫। আমি মেডিকেল কলেজের ছাত্র। আমাদের প্রতিবছর বার্ষিক পরীক্ষার আগে প্র‍্যাক্টিকাল লিখে কলেজে জমা দেওয়া লাগে,এই প্র‍্যাক্টিকাল লেখাপড়া শেখার জন্য গুরুত্বপূর্ণ বা দরকারি না কোনো,টিচাররাই একটা বই দেই,হুবুহু ওটা দেখে কপি করে লিখা লাগে৷ এতে অনেক সময় নষ্ট হয়৷ এখন আমি যদি এই প্র‍্যাক্টিকাল দোকান থেকে লিখায় নি সেক্ষেত্রে কি আমার পাপ হবে?

৬। পাজামাতে বীর্য লেগে শুকিয়ে হলদেটে এবং শক্ত হয়ে গেলে সেক্ষেত্রে এটা দৃশ্যমান নাজাসাত না অদৃশ্যমান? এরকম একাধিক নাপাক পাজামা বা অন্য কাপড়ের সাথে এক করে একি বালতিতে একসাথে ধৌত করা যাবে কি? বালতিতে নাপাক কাপড় ধোয়ার নিয়মটা বললে ভালো হতো।
৭। অজু ছাড়া স্পর্শ না করে এমনি দেখে তো কুরআন তিলাওয়াত করা যাবে? বা মোবাইল ফোনে দেখে?
৮। জুনুবি অবস্থায় আরবি বাদ দিয়ে কুরআনের শুধু বাংলা উচ্চারণ আর তাফসির পড়া যাবে কি?

৯৷ মেডিকেলের পরীক্ষায় হাল্কা বলাবলি বা দেখাদেখি করলে কি কবিরা গুনাহ হবে?

1 Answer

0 votes
by (716,130 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
১। সম্পূর্ণ নগ্ন হয়ে গোসল করা জায়েয তবে অনুত্তম। 
২। কিবলার দিকে পা দিয়ে বসলে বা শুলে অবশ্য ই আদবের খেলাফ হবে। 
৩। মসজিদে কেউ নামাজ পড়ছে,তার সামনে সিজদাহ পরিমাণ জায়গা বাদ রেখে তার সামনে দিয়ে যাওয়া জায়েজ হবে। তবে ছোট মসজিদ হলে যাওয়া যাবে না।
৪। ক্বিয়ামুল লাইল (তাহাজ্জুদ এর সালাত) প্রতিদিন ই নিয়মিত করতে হবে এমন নয়। তবে করলে ভালো। তাহাজ্জুদ একবার ধরলে আর ছাড়া উচিত না বা জ্বীন আকৃষ্ট হয়,এগুলা সত্য নয়।

৫। প্রাকটিক্যাল দোকান থেকে লিখায় নেওয়া জায়েয হবে না। বরং ধোকা হবে। ধোকার গোনাহ হবে। 

৬। পাজামাতে বীর্য লেগে শুকিয়ে হলদেটে এবং শক্ত হয়ে গেলে সেক্ষেত্রে এটা দৃশ্যমান নাজাসাত বলে গণ্য হবে। 
৭। অজু ছাড়া স্পর্শ না করে এমনি দেখে তো কুরআন তিলাওয়াত করা যাবে। বা মোবাইল ফোনে দেখে পড়া যাবে।
৮। জুনুবি অবস্থায় আরবি বাদ দিয়ে কুরআনের বাংলা উচ্চারণ ও পড়া যাবে না তবে তাফসির পড়া যাবে। 
৯৷ মেডিকেলের পরীক্ষায় হাল্কা বলাবলি বা দেখাদেখি করলেও গুনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...