আসসালামু আলাইকুম,
হুজুর আজকে ইমাম গাজ্জালী (র:) এর কিতাবের কিছু অংশ অফিসের কলিগ দের সাথে শেয়ার করতেছিলাম,
একটা পচা দুর্গন্ধ যুক্ত বস্তু যখন রেশমি কাপড় দিয়ে মুড়ানো থাকে তখন সবাই সেই রেশমি কাপড়ে মুড়ানো কাপড় টি পছন্দ করে, কিন্তু যারা জানতে পারে রেশমি কাপড় এর ভিতরে আসবে পচা দুর্গন্ধ বস্তু তখন সবাই ওই বস্তু থেকে মুখ ফিরিয়ে নেয় এবং ওই বস্তু থেকে দূরে সরে যায়।
তেমনি আমরা তওবা করি মুখে, তওবা খুব পরিপাটি, কিন্তু অন্তরে পাপের পতি অনুসচনা আসে না।
এখন আমার চিন্তা হচ্ছে,
আমার পাপী কলব আর উপরে সুন্দর পোষাক / সুন্দর চেহারা, এইটা কি রেশমি কাপড়ে মোড়ানো পচা দুর্গন্ধ বস্তুর মত? আমার কলিগ দের সাথে ইমাম গাজ্জালীর এই কথা বলার মধ্যমে কি আমার স্ত্রী তা* এর অধিকার পেয়েছে? / আমাদের কি বৈবাহিক কোন সমস্যা হয়েছে? (কখনো আমার পাপী কলব আমার স্ত্রী বুঝতে পারলো, তখন কি আমার স্ত্রী তা* এর অধিকার পাবে?/আমাদের কি বৈবাহিক কোন সমস্যা হবে?)
দয়া করে প্রশ্নটির উত্তর জানাবেন।