ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
আর তাদের মধ্যে কেউ কেউ বলে-হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর।(সূরা বাকারা-২০১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি কুরআনের যেই আয়াতের কথা উল্লেখ করেছেন, তাতে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণের কথা বর্ণনা করা হয়েছে। এখানে ১৬ টি বিষয়কে সীমাবদ্ধ করা যাবে না। বরং এতে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ নিহিত রয়েছে।