আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
50 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (10 points)
জেনে রেখো, খুলাফায়ে রাশিদিনসহ বনু উমাইয়া ও বনু আব্বাসের খলিফাদের শাসনকাল কোনো নির্দিষ্ট সময়ের জন্য ছিল না। তাদের মেয়াদকাল হতো আমৃত্যু কিংব কোনো বড় কোনো বিপদ নেমে আসা অথবা নিজেরা খেলাফত থেকে সরে দাঁড়ানো পর্যন্ত।
সাহাবি ও তাবিয়িনগণ কেউই শাসকের শাসনকাল নির্দিষ্ট করার পক্ষে ছিলেন না। তারা খলিফা যতক্ষণ ক্ষমতায় থাকবেন, ততদিনের জন্য আনুগত্যের বাইয়াত নিতেন।
কিন্তু "গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সীমিত সময়ের জন্য গণরায় চাওয়া হয়। সেটা পাঁচ বছর কিংবা তার চেয়ে কমবেশি হতে পারে। নিঃসন্দেহে এটি একটি নতুন বিদআত।" পাশ্চাত্য থেকে আমদানিকৃত। এর ফলে বিপুল পরিমাণ ব্যক্তি ও বাষ্ট্রীয়সম্পদের অপচয় হয়।

একটা বইয়ে এই লিখাটা পাইলাম।"*"করা লিখাটায় নতুন বিদায়াত কথাটা আছে।সেই কথাটা বিদায়াত হয় কেমনে দলিল সহ জানান।কারণ বিদায়াতের সংগায় তো তা পরে না

1 Answer

0 votes
by (732,000 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিদআত প্রথমত দু’প্রকার: (১) পার্থিব বিষয়ে বিদআত এবং (২) দীনের ক্ষেত্রে বিদআত। পার্থিব বিষয়ে বিদআতের অপর নাম নতুন আবিষ্কৃত বিষয়। এ প্রকার বিদআত বৈধ। কেননা দুনিয়াবী সকল বিষয়ের ব্যাপারে মূলনীতি হল তা বৈধ। তবে শর্ত হলো তাতে শরঈ কোন নিষেধ না থাকা। দীনের ক্ষেত্রে বিদআত তথা নতুন কিছু উদ্ভাবন করা হারাম। কারণ দীনের ব্যাপারে মূলনীতি হল তা অহীর উপর নির্ভরশীল। অর্থাৎ দীনের সমস্ত বিধান কুরআন ও সুন্নাহ থেকে গ্রহণ করতে হবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ»
যে দীনের মধ্যে নতুন কিছু তৈরী করবে যা তার অমর্ত্মভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত।[সহীহ বুখারী, হা/২৬৯৭ ও সহীহ মুসলিম, হা/১৭১৮, সুনানে আবূ দাউদ ৪৬০৬]

তিনি আরও বলেন,
«مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ»
‘‘যে ব্যক্তি এমন কোন আমল করবে, যে বিষয়ে আমার অনুমোদন নেই, তা আমলকারীর উপর প্রত্যাখ্যাত হবে’’।[সহীহ মুসলিম, হা/১৭১৮]এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2089

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সরকার নির্ধারণ করা এটাও দ্বীনের একটি অংশ। সুতরাং এখানেও ইসলামের স্বর্ণালি যুগের বিপরীত নিয়ম আবিস্কার করাকে বিদআত বলা যাবে। যদিও এই বিদআতটি নামায রোযায় বিদআতের মত নয়। এখানে বিদআত দ্বারা ইসলামের নিয়মবহির্ভূত বুঝানো হচ্ছে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...