ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) বাবু মুখ ভরে বমি করার পর, তার শরীরকে যদি ভেজা টিস্যু দিয়ে ৩ বার মুছে ফেলা। ৩ বার ভেজা টিস্যু দিয়ে মুছে ফেলার দরুণ বাবুর শরীর পাক হয়ে যাবে।
২) কোনো স্ত্রী যদি বলে এই বাড়ি ঘরে আর থাকবো না, এটা কেনায়া বাক্য হবে না। এদ্বারা তালাক হবে না।
৩) তালাকের অধিকার দেয়ার পর আর ফিরিয়ে নেওয়া যায় না।
যদি মজলিস থেকে স্ত্রী সরে যায় (স্বামী বিছানায় বসে ছিল, স্ত্রী দাড়িয়ে ছিল), বিছানায় শুয়ে পড়ে আর স্বামীও শুয়ে পরে তাহলে মজলিস তখন শেষ হয়ে যাবে।
(৪) প্রশ্নের বিবরণমতে এভাবে বলাতে কোনোভল সমস্যা হয় না। মানে স্ত্রী কোনো ভাবে অধিকার পাবে না।