বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثٌ جَدُّهُنَّ جَدٌّ وَهَزْلُهُنَّ جَدُّ: النِّكَاحُ وَالطَّلَاقُ وَالرِّجْعَةُ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيب
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তিন বিষয়ে হাসি-ঠাট্টা ও (স্বজ্ঞানে) কথার উক্তি, উভয়ই সঠিক উক্তিরূপে পরিগণিত হবে। বিবাহ, তালাক ও রজ্’আহ্ (এক ত্বলাক (তালাক)ান্তে প্রত্যাহার)। (তিরমিযী, আবূ দাঊদ; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান গরীব)[আবূ দাঊদ ২১৯৪, তিরমিযী ১১৮৪, ইবনু মাজাহ ২০৩৯, ইরওয়া ১৮২৬, সহীহ আল জামি‘ ৩০২৭]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ইতিপূর্বে এই একই বিষয় নিয়ে তিনটি প্রশ্ন করেছেন।
আমরা সেই তিনটি প্রশ্নেরই উত্তর দিয়েছি। এই বিষয়ে একাধিক প্রশ্ন কখনো কাম্য হতে পারে না। আপনাকে অনুরোধ করছি একই বিষয়ে আর কখনো প্রশ্ন করবেন না। আপনি একই ঘটনাকে একেক রকম উপস্থাপন করে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ফাতাওয়া নিতে চান। এজন্য আমরা উদ্বিগ্ন।
(১) ১ তালাক হবে।
(২) স্বামী মিথ্যা বললেও তালাক হবে। তবে স্বামী যদি নিজে স্বীকার করে যে সে মিথ্যা বলেছিলো, তাহলে তখন তালাক হবে না।