ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ব্যাংকের চাকুরি হারাম হওয়ার মূল কারণ দু’টি।যথা-
১-হারাম কাজে সহায়তা করা।
২-হারাম মাল থেকে বেতন পাওয়ার সম্ভাবনা থাকা।
হারাম কাজের সহায়তার বিভিন্ন স্তর আছে। শরীয়তে সব প্রকার সহায়তা হারাম নয়।বরং সে সব সহায়তাই হারাম যা সরাসরি হারাম কাজের সহিত জড়িত থাকে। যেমন, সুদী লেনদেন করা। সুদী লেনদেন লিখে রাখা। সুদী টাকা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থেকে উসুল করা, ইত্যাদি ইত্যাদি।
হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-
“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়,যে তার সাক্ষী হয়, এবং যে দলিল লিখে রাখে, তাদের সকলের উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮১)
তবে যদি ব্যাংকের এমন কোনো সেক্টরের কাজ হয়,যাতে সুদী কাজে জড়িত হতে হয় না।যেমনঃ ড্রাইভার, ঝাড়ুদার, দারোয়ান, জায়েজ কারবারে বিনিয়োগ ইত্যাদি সেক্টর হয়,তাহলে যেহেতু এসবে সরাসরি সুদের সহায়তা নেই তাই এমন সেক্টরে কাজ করার সুযোগ অবশ্যই রয়েছে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/398
জরুরত অনেক কিছুকে সাময়িক বৈধ করে দেয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3283
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যেহেতু উনি ব্যাংকের চাকুরিকে হারাম জ্ঞান রাখেন। এবং তিনি মানসম্মত হালাল চাকুরির চেষ্টায় আছেন, তাই যতদিন না হালাল চাকুরি হচ্ছে এর পূর্ব পর্যন্ত তিনি ব্যাংকে চাকুরি করতে পারবেন। উনার গোনাহ হবে না।
(২) আপনাদের গোনাহ হবে না। তবে যদি আপনাদের নিজস্ব হালাল সম্পত্তি থাকে, তাহলে তখন হারাম ভক্ষণের জন্য আপনারা গোনাহগার হবেন।
(৩) জরুরত পর্যন্ত জায়েয হবে।
(৪) দূরে টিউশনি করতে যেয়ে পাবলিক যানবাহন ব্যবহার করার প্রয়োজন থাকলে, আপনার পা থেকে মাথা পর্যন্ত ঢাকা আপনার কোনো গোনাহ হবে না।
(৫) আপনি টিউশনি করবেন যদি রাস্তা নিরাপদ হয়, এবং পর্দা সম্মত ভাবে যাতায়াত সম্ভব হয়।