ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
ثُمَّ أَوْحَيْنَا إِلَيْكَ أَنِ اتَّبِعْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۖ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
অতঃপর আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে, ইব্রাহীমের দ্বীন অনুসরণ করুন, যিনি একনিষ্ঠ ছিলেন এবং শিরককারীদের অন্তর্ভূক্ত ছিলেন না। (সূরা নাহল)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) মিল্লাতে ইব্রাহিম হল, এক ইশ্বরবাদ। কুফর ও শিরক মুক্ত মত ও পথ। এটা সঠিক পথ। এবং সিরাতুল মুস্তাকিম এর পথ।
(২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/36
(৩) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/36
(৪) বর্তমানে আমরা সালাফী বলতে তাকলীদ গায়রে শাখসী যারা করে থাকেন,তাদেরকেই বুঝি।অর্থাৎ যারা নির্দিষ্টভাবে কোনো ইমামের তাকলীদ করেন না।আর মাযহাবি বলতে যারা নির্দিষ্টভাবে সকল মাসআলায় কোনো এক ইমামের অনুসরণ করে থাকেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2126
হানাফিরা ইমাম আবু হানিফা রাহ এর অনুসরণ কারী।
হানাফিতে জি*হা*দ নিয়ে কি রয়েছে, এজন্য আপনি নিকটস্থ দারুল ইফতায় যোগাযোগ করবেন।