আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
22 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
মসজিদ নির্মাণে দান করার নিয়ত যদি এরকম হয়

যে , টাকা দান করলে সেই টাকা মিস্ত্রী খরচ দিলে সেই দান থেকে যে সওয়াব হবে সেটাই হবে(মানে সওয়াব চলমান হতেই থাকবে এরকম না)।

আর যদি টাকা দান না করে সিমেন্ট, বালু, রড, ইট, ফ্যান ইত্যাদি দান করি তাহলে যতদিন মসজিদ থাকবে সকলে সালাত আদায় করবে ততদিন পর্যন্ত সওয়াব হবে (মানে সওয়াব চলমান হতেই থাকবে) বা (ফ্যান দান করলে)যত দিন ফ্যান চলবে ততদিন পর্যন্ত সওয়াব হবে।

প্রশ্ন: ১) এ ধরনের নিয়ত করা কি জায়েজ বা শিরকি চিন্তা ভাবনা?

২) সিমেন্ট, বালু, রড, ইট, ফ্যান ইত্যাদি দান করলে সওয়াব চলমান হতেই থাকবে যতদিন দানের জিনিস থাকবে এধরনের চিন্তা কি ঠিক বা এধরনের চিন্তা করা কি পাপ?

1 Answer

0 votes
by (716,130 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَحَسَنَاتِهِ بَعْدَ مَوْتِهِ عِلْمًا علمه ونشره وَولدا صَالحا تَركه ومصحفا وَرَّثَهُ أَوْ مَسْجِدًا بَنَاهُ أَوْ بَيْتًا لِابْنِ السَّبِيلِ بَنَاهُ أَوْ نَهْرًا أَجْرَاهُ أَوْ صَدَقَةً أخرجهَا من مَاله فِي صِحَّته وحياته يلْحقهُ من بعد مَوته» . رَوَاهُ بن مَاجَه وَالْبَيْهَقِيّ فِي شعب الْإِيمَان
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিনের ইন্তিকালের পরও তার যেসব নেক ’আমল ও নেক কাজের সাওয়াব তার নিকট সব সময় পৌঁছতে থাকবে, তার মধ্যে- (১) ’ইলম বা জ্ঞান- যা সে শিখেছে এবং প্রচার করেছে; (২) নেক সন্তান- যাকে সে দুনিয়ায় রেখে গেছে; (৩) কুরআন- যা উত্তরাধিকারীদের জন্য রেখে গেছে; (৪) মাসজিদ যা সে নির্মাণ করে গেছে; (৫) মুসাফিরখানা- যা সে পথিক-মুসাফিরদের জন্য নির্মাণ করে গেছে; (৬) কূপ বা ঝর্ণা- যা সে খনন করে গেছে মানুষের পানি ব্যবহার করার জন্য এবং (৭) দান-খয়রাত- যা সুস্থ ও জীবিতবস্থায় তার ধন-সম্পদ থেকে দান করে গেছে। মৃত্যুর পর এসব নেক কাজের সাওয়াব তার নিকট পৌঁছতে থাকবে। (ইবনু মাজাহ ও বায়হাক্বী-এর শু’আবুল ঈমান) [ইবনু মাজাহ ২৪২, সহীহ তারগীব ৭৭]


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মসজিদ নির্মাণে মিস্ত্রি খরচ হোক বা ইট বালু ইত্যাদি হোক, সবকিছুর সওয়াব কিন্তু স্থায়ীভাবে ততদিনই থাকবে যতদিন মসজিদ অবশিষ্ট থাকবে। সুতরাং মিস্ত্রি খরচ আর ইট বালুর মধ্যে কোনো পার্থক্য নেই।
(১) প্রশ্নের বিবরণমতে কারো অন্তরে এই মনোভাব আসলে সেটা নাজায়েয হবে না।এবং শিরিকও হবে না। 
(২) ইট,বালু ইত্যাদি দান করলে সওয়াব চলমান হতেই থাকবে যতদিন দানের জিনিস থাকবে এ ধরনের চিন্তাতে কোনো সমস্যা নেই। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...