আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
26 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
আসসালামু আলাইকুম‌ ওয়া রহমাতুল্লাহ।

১। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের বেলায় 'বৈধ স্ত্রী' বলা কি ঠিক?

২।‌ বিবাহে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জোর তাগিদ দেয়া একমাত্র অনুষ্ঠান ওয়ালিমা। ওয়ালিমা ব্যতীত বিবাহে বরযাত্রীর জন্য অনুষ্ঠানের প্রমাণ সীরাতে পাওয়া যায় না। অধিকহারে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে ভোজন হারাম বলে ফতোয়াও দেওয়া হয়েছে। তবে বুখারী গ্রন্থে বরযাত্রীর অংশগ্রহণ পরিচ্ছেদের যে হাদিসে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের অনুষ্ঠান শেষে ফিরা নারী ও শিশুদের দেখে খুশি হন সেই হাদিসের ব্যাখ্যা কী? হাদিসটি তুলে ধরা হলো:-


গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ)

অধ্যায়ঃ ৫৪/ বিয়ে-শাদী (كتاب النكاح)

২৫০০. বরযাত্রীদের সাথে মহিলা ও শিশুদের অংশগ্রহণ
باب ذَهَابِ النِّسَاءِ وَالصِّبْيَانِ إِلَى الْعُرْسِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَبْصَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِسَاءً وَصِبْيَانًا مُقْبِلِينَ مِنْ عُرْسٍ، فَقَامَ مُمْتَنًّا فَقَالَ ‏ "‏ اللَّهُمَّ أَنْتُمْ مِنْ أَحَبِّ النَّاسِ إِلَىَّ ‏"‏‏

আবদুর রহমান ইব'নুল মুবারক (রহঃ) ... আনাস ইব'ন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক মহিলা এবং শিশুকে শাদীর অনুষ্ঠান শেষে ফিরে আসতে দেখলেন। তিনি আনন্দের সাথে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আমি আল্লা'হর নামে বলছি, তোমরা সকল মানুষের চেয়ে আমার কাছে প্রিয়।

হাদিস নম্বরঃ ৪৮০২

৩। সলাতে সূরা আল ফাতিহা এর অন্য সূরা থেকে কয়েক আয়াত বা আয়াতুল কুরসি পাঠ করলে তার পূর্বে আউযুবিল্লাহি… না বিসমিল্লাহির… না দুটিই পড়তে হবে?
৪। বিতর পড়তে পড়তে ফজর শুরু হয়ে গেলে কি বিতর আবার কাজা পড়তে হবে?

৫। সালাত না সলাত কোনটা সঠিক?

1 Answer

0 votes
by (717,930 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের বেলায় 'বৈধ স্ত্রী' বলা কখনোই ঠিক হবে না।

(২) 
গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ)
অধ্যায়ঃ ৫৪/ বিয়ে-শাদী (كتاب النكاح)
২৫০০. বরযাত্রীদের সাথে মহিলা ও শিশুদের অংশগ্রহণ
باب ذَهَابِ النِّسَاءِ وَالصِّبْيَانِ إِلَى الْعُرْسِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَبْصَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِسَاءً وَصِبْيَانًا مُقْبِلِينَ مِنْ عُرْسٍ، فَقَامَ مُمْتَنًّا فَقَالَ اللَّهُمَّ أَنْتُمْ مِنْ أَحَبِّ النَّاسِ إِلَىَّ -
আবদুর রহমান ইব'নুল মুবারক (রহঃ) ... আনাস ইব'ন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক মহিলা এবং শিশুকে শাদীর অনুষ্ঠান শেষে ফিরে আসতে দেখলেন। তিনি আনন্দের সাথে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আমি আল্লা'হর নামে বলছি, তোমরা সকল মানুষের চেয়ে আমার কাছে প্রিয়। (হাদিস নম্বরঃ ৪৮০২)


আপনি যই হাদীসটিকে বরযাত্রীর হাদীস বলে উল্লেখ করেছেন, সেটা মূলত ওয়ালিমার দাওয়াত ছিল, যেমন মিরকাতুল মাফাতিহ গ্রন্থে উল্লেখ রয়েছে,
- (وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - رَأَى صِبْيَانًا وَنِسَاءً مُقْبِلِينَ) ، أَيْ: رَاجِعِينَ (مِنْ عُرْسٍ) وَهُوَ بِضَمِّ الْعَيْنِ طَعَامُ الْوَلِيمَةِ ذَكَرَهُ ابْنُ الْمَلَكِ، وَالْأَظْهَرُ مَا فِي الْقَامُوسِ الْعُرْسُ الْإِقَامَةُ فِي الْفَرَحِ وَيُضَمُّ وَبِالضَّمِّ وَبِضَمَّتَيْنِ طَعَامُ الْوَلِيمَةِ، وَالْوَلِيمَةُ طَعَامُ الْعُرْسِ، أَوْ كُلُّ طَعَامٍ صُنِعَ لِدَعْوَةٍ وَغَيْرِهَا  (ج٩ط:٩،ص:٤٠١٠)


(৩) সলাতে সূরা আল ফাতেহার পর অন্য সূরা থেকে কয়েক আয়াত বা আয়াতুল কুরসি পাঠ করলে তার পূর্বে কি 'আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহি' পড়তে হবে? এ  সম্পর্কে জানতে ভিজিট করুন -https://www.ifatwa.info/1300

(৪) বিতর পড়তে পড়তে ফজর শুরু হয়ে গেলে প্রথমে  বিতর তারপর ফজর পড়তে হবে। তবে যদি সাহেবে তারতীব না হয় এবং ফজরের জামাত শুরু হয়ে যায় বা বা সূর্যোদয় হয়ে যায়, তাহলে তখন বিতির না পড়ে বরং ফজর পড়তে হবে।

(৫) সালাত বানানই সঠিক।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 25 views
0 votes
1 answer 132 views
...