আসসালামু আলাইকুম,
আমি গত ৩–৪ মাস ধরে এক বন্ধুর সঙ্গে মিডিয়া বাইয়িং (Media Buying) এর কাজ করছি।
আমাদের কাজের ধরণ এমন— অল্প কিছু ডলার খরচ করে Facebook ও Instagram থেকে ট্রাফিক এনে একটি ওয়েবসাইটে পাঠানো হয়। ওই ওয়েবসাইটে কিছু তথ্যভিত্তিক আর্টিকেল থাকে, যেখানে নির্দিষ্ট কীওয়ার্ড যুক্ত করা হয়।
ইউজাররা সেই কীওয়ার্ডে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা জমা হয় — এক কথায়, ad click থেকে ইনকাম হয়।
শুরুতেই আমি আমার বন্ধুকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম যে আমি adult, spam donation, loan, insurance ইত্যাদি টপিক নিয়ে কোনো কাজ করব না। সে তখন তাতে রাজি হয়েছিল। আগের দুইটা প্রজেক্ট আমরা এই সীমার মধ্যেই করেছি, যদিও লাভ তেমন হয়নি। এখন সেই ক্লায়েন্টগুলো আর নেই।
সম্প্রতি নতুন এক ক্লায়েন্ট এসেছে — যিনি মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকা দেবেন এবং লাভের ১০% শেয়ার করবেন।
ক্লায়েন্টটি ভালো, তাই আমার বন্ধু তাকে রাখতে চায়। প্রথমে সে বলেছিল, যদি লাভ কম হয় তাহলে হয়তো ওই নিষিদ্ধ টপিকগুলো নিয়ে কাজ করতে হতে পারে। কিন্তু এখন সে সরাসরি আমাকে বলছে loan ও insurance টপিক নিয়ে কাজ শুরু করতে, না হলে “অন্যভাবে চিন্তা” করবে — অর্থাৎ, আমাকে কাজ থেকে বাদ দেবে।
আজই সে loan টপিকের কাজ শুরু করতে বলেছে। আমি না করার কথা বললে সে বলে, “USA-তে loan ছাড়া ঘর করা সম্ভব না”।
উল্লেখ্য, এর আগেও আমাদের ৩–৪টি ইসরাইলি ক্লায়েন্টের প্রজেক্ট এসেছিল, কিন্তু আমরা সেগুলো নেইনি।
আর কোরবানির ঈদের পর থেকে আমার কোনো স্থায়ী চাকরি নেই।
আমার স্ত্রীর টিউমার আছে, তাই তাকে প্রতি চার মাস পর পর ডাক্তার দেখাতে হয়।
এই অবস্থায় আমি খুব দ্বিধায় আছি —
একদিকে, কাজটা ছেড়ে দিলে আয়ের উৎস বন্ধ হয়ে যাবে,
অন্যদিকে, এই টপিকগুলো নিয়ে কাজ করা নৈতিক ও ইসলামিকভাবে সঠিক নয়।
আমি বুঝতে পারছি না, এই পরিস্থিতিতে আমার কী করা উচিত।
আল্লাহ তায়ালা যেন আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দান করেন — এই দোয়াটাই করছি।
তবে আমি কোনো সঠিক পরামর্শ বা দিকনির্দেশনা পেলে খুব উপকৃত হব।
জাযাকাল্লাহ খাইরান।