আসসালামু আলাইকুম, উস্তায।
প্রায় এক মাস যাবৎ আমার বিয়ে হয়েছে। আমার আহলিয়ার কাছ থেকে আমি জানতে পারি যে আমার শ্বশুর, শ্বাশুড়ি-এর সম্পূর্ণ ইনকাম হারাম। তাই তাদের থেকে দাওয়াত বা হাদিয়া গ্রহণ থেকে আমাদের বিরত থাকতে হবে। তবে আমার শ্বশুরবাড়ির দূরত্ব আমার বাড়ি থেকে খুব কম এবং স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার জন্য তাদের পক্ষ থেকে দাওয়াত বা হাদিয়া আমাদের গ্রহণ করতে হচ্ছে। আমরা যথাসম্ভব চেষ্টা করছি দাওয়াত বা হাদিয়া গ্রহণ না করার, তবুও কিছু সময় সফল হলেও বেশ কয়েকবার আমাদের ব্যর্থ হতে হচ্ছে। এক্ষেত্রে আমরা দাওয়াত বা হাদিয়া গ্রহণ করার পর সেটার সমপরিমাণ (আনুমানিক) অর্থ সদকাহ করে দিচ্ছি। তবে মনে বারবার সংশয় থেকেই যাচ্ছে যে হারাম খাদ্য আমাদের ভক্ষণ করতেই হচ্ছে।
উস্তাজের নিকট আমার প্রশ্ন হলো, এমতাবস্থায় আমাদের জন্য কি করা উচিত? আমরা যে রুকসত গ্রহণ করেছি সেটা কি ঠিক আছে? আর ঠিক থাকলেও এভাবে বারবার সদকাহ করা আমার একার পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে যেহেতু আমার নিজস্ব আয় খুবই অল্প, আমি এখনো পড়াশুনা করছি। আর বিষয়টি সম্পর্কে আমার মা এবং শ্বশুর শ্বাশুড়ি যাতে না জানতে পারে সেটার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।