আসসালামু আলাইকুম। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি। এই কাজ করার সময় আমাকে একটা পণ্যের বিবরণ মূল বিক্রেতা কি বলেছেন তা দেখে মানুষকে বলতে হয়। এক্ষেত্রে পণ্যটি যেহেতু আমি ব্যবহার করিনি তাই সেই বিবরণ সত্য না অতিরঞ্জিত, তা যাচাইয়ের সুযোগ হয় না। তো কেবলমাত্র অনলাইনে ইকমার্স সাইটে বিক্রেতার বিবরণ দেখে, কাস্টমারকে সেভাবে বলা কি জায়েয হবে? নাকি আমার জন্য আগে এটা যাচাই করে নেয়া ফরজ?