আসসালামু আলাইকুম। আমি আপনাদের এখানে প্রশ্ন না করেও মানুষ এর প্রশ্ন দেখে, অনেক উত্তর পেয়েছি। আই ফতোয়া একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে সম্মানিত মুফতি দের ফতোয়া থেকে অনেক কিছুর উপর আমি আমল করেছি। আমি কয়েকটা অনলাইন সাইটে কসম নিয়ে প্রশ্ন করেছি। কেউ আমাকে ব্যাপার টা ঠিক ভাবে উত্তর দিচ্ছে না।
১) লিখে কসম করলে কখন কসম হবে? আই ফতোয়া তে আমি একজনের প্রশ্নে উত্তর দেখেছি যে, যদি নিয়ত থাকে তাহলে নাকি লিখে কসম করলে কসম হয়ে যাবে। নিয়ত না থাকলে কি হবে না কসম লিখলেও?
২) যখন দীনের বুঝ ছিল না, তখন আমি লিখে হাসতে হাসতে মজার ছলে কসম করে অনেক কিছু লিখেছি ম্যাসেজ এ। আমি কসম নিয়ে এসব ফতোয়া জানতাম ই না। এখন আমি আমার নিয়ত নিয়ে নিশ্চিত না। আমার মনে নাই কেমনে কি বলেছিলাম। কারন ফতোয়া জানতাম না।
""" এখন এই লিখা কসম গুলোর কি হবে? আল্লাহর কাছে মাফ চেয়ে নিলেই হবে? নাকি কাফফারা দিতে হবে"""""?
৩) যেহেতু শুধু কসম বললে কসম হয়ে যায়, কারন শুধু কসম বলা মানে নাকি আল্লাহর কসম বুঝায়, তাহলে কি আমার কসম, তোমার কসম এসব লিখে কসম করলে কসম হয়ে যাবে?
আমাকে যদি একটু সুন্দর করে বুঝায় দিতেন আমি সেই অনুযায়ী আমল করতাম। একটু দয়া করুন।