السلام عليكم و رحمة الله و بركاته
মেয়েদের কি পরিমাণ সম্পদ থাকলে হজ্জ ফরজ হয়?
দৈনিক খরচ বাদে এক্সট্রা একটা টাকাও নেই । কিন্তু কিছু স্বর্ণ এবং রুপা আছে । এগুলো বিক্রি করে হজ করা করতে হবে?
স্বামীর কিছু নেই । কিন্তু ওনার বাবার থেকে পাওয়া কিছু সম্পদ আছে । যা খুব সামান্য।
আমার সাড়ে চার ভরি স্বর্ণ আছে । বর্তমান দাম অনুযায়ী স্বর্ণ বিক্রি করে হজ এর জন্য আসা যাওয়ার খরচ বহন করা যাবে। এখন আমার উপর কি হজ ফরয? স্বর্ণ বিক্রি করে কি হজ করতে হবে?