আসসালামু আলাইকুম|আমি একজন ইন্জিনিয়ারিং স্টুডেন্ট। এই বছরই পাস করে বের হয়েছি আলহামদুলিল্লাহ। আমার করপোরেট জব করার ইচ্ছা নেই। বাসায় থেকে বলছে যে সরকারী চাকুরী করতে যেহেতু বলেছ করপোরেট জব করবোনা।টাকা পয়সার সমস্যা আপাতত নেই।তবে আব্বুর যেহেতু ছেলে নেই তাই আব্বু আম্মুর দায়িত্ব নিতে চাই।আমি আসলে সব সময় এমন করজ করতে চেয়েছি যেটা আমার ইমান বাড়াবে।এটলিস্ট বাধা দিবেনা।আবার ভয় আছে যে জামাই সম্মান করবেনা।টাকা পয়সা দিয়ে খোটা দিবে।সব মিলে আমি সিদ্ধান্তে আসতে পারছিনা।আমার জন্য কি সরকারী চাকুরি করা জায়েজ হবে? না হলে কোন জব গুলা করা আমার জন্য ভালো হবে?