মেয়েরা গোসলের পর ঘামের দুর্গন্ধ নিয়ন্ত্রণের জন্য আন্ডার‌আর্মে ডিওডোরেন্ট ব্যবহার করতে পারেন কি?
১)গোসলের পর পর সাধারণত বাইরে যাওয়া হয় না, কিন্তু যদি কোন প্রয়োজনে বাহিরে যেতেও হয় তাহলে আন্ডারআর্মে ব্যবহারের কারণে এবং গন্ধ খুবই হালকা হওয়ায় ডিওডোরেন্টের গন্ধ কারো নাকে না যাওয়ার প্রবলতাই বেশি, সে ক্ষেত্রে কি কোন সমস্যা হবে?
২)ঘরে থাকা অবস্থায় যদি মেয়েরা কোন আতর ব্যবহার করেন, এরপর অনেক সময় পর পরদিন কোন কাজে বাহিরে যেতে হয় গোসল ব্যতীত তখন যদি স্বাভাবিকভাবেই ওই আতরের গন্ধ অনেক বেশি হালকা হয়ে যায় এবং বোরকার ওপর দিয়ে তা অন্য মানুষের নাকি যাওয়ার কোন সুযোগ থাকে না, সে ক্ষেত্রে কি তাদের কোন গুনাহ হবে?