السلام عليكم و رحمة الله و بركاته
আমার তো অনেকে অনেক নিয়তেই দান-সাদাকাহ করি। কেউ কোনো নিয়ত ছাড়া ই সাদাকাহ করে।।
,কেউ যদি এই এমন কোনো নিয়্যাতে সাদাকাহ করে যে এই দান-সাদাকাহের উসিয়ালা তে যেন আল্লাহ আমার এই মনের আশা টা পূর্ণ করে দেন।অথবা এই কাজ টা যেন আমি যেভাবে চাই সেভাবে সম্পন্ন করে দেন।
এভাবে,এমন নিয়্যাতে সাদাকাহ করা কি জায়েজ???
আর যদি জায়েজ হয়,তাহলে সেই সাদাকাহ টা কেমন খাতে করা সর্বোত্তম হবে??
১.কোনো ঋণগ্রস্ত ব্যাক্তি/বোনকে?
২.আশেপাশে দরিদ্র কাউকে?
৩.মাসজিদে?
৪. একটা নির্দিষ্ট এমাউন্টের শিন্নি করে মাসজিদে বিলিয়ে দিয়ে?