আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার মাসিক ৫-৬ দিন থাকে। গতমাসে মাসিক না হওয়াতে নরমেন্স নামক মেডিসিন খেয়েছি। মাসিক শুরু হওয়ার পর ১ম দিন স্বাভাবিকভাবে ব্লিডিং হয়েছে। তবে ২য় ও ৩য় দিন সকালে অতি সামান্য ব্লিডিং হয়েছে। ৩য় দিন সকালের পর থেকে ৪র্থ দিন পর্যন্ত কোনো ধরনের ব্লিডিং হয়নি। মেডিসিনের সাইড ইফেক্টের কারনে এমন হচ্ছে।
এই মুহূর্তে কি আমি নামাজ শুরু করে দিবো? নাকি ৬দিন পর্যন্ত অপেক্ষা করব?