দুইজন নারী পুরুষ পরিবার কে না জানিয়ে বিয়ে করে। তারা দুই রাত্রী এক সাথে জাপন করে। অন্তরঙ্গ মুহূর্ত কাটায়, চুম্বন, খোলামেলা অবস্থায় রাত্রি যাপন করে। কিন্তু শারিরীক মিলন অর্থাৎ সহবাস হয়নি।
সেই দুই রাতের পরে দীর্ঘ ৪ বছর তারা একসাথে থাকেননি অর্থাৎ শারিরীক সম্পর্ক হয়নি। এবং স্ত্রীর মোহরানা পরিশোধ করেনি।
এখন স্ত্রী যদি তালাক নেয়,স্বামী যদি তালাক দেয়, স্ত্রীর দ্বিতীয় বিয়ের জন্য ইদ্দত পালন করতে হবে কিনা?
এখানে ৩ মাসের ইদ্দত পালন বাধ্যতামুলক কিনা যেহেতু শারীরিক মিলন হয়নি, এবং এরপর দীর্ঘ ৪ বছর তারা আলাদা ছিলো?