আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
উস্তাদ, আমি বেশ কয়েকবার স্বপ্নে দেখি, আমি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় আছি। আমি লজ্জায় ঢাকার চেষ্টা করি, কিন্তু পারি না, আর কেউ সাহায্যও করে না।
আজকের স্বপ্নে দেখি আমার এক কাজিনের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমরা পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করি। শুরুতে সবাই রাগ করলেও পরে স্বাভাবিকভাবে মেনে নেয়। বিয়ের পর আমি ও সে খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম।
এরপর দেখি আমরা একটি অনুষ্ঠানে গিয়েছি। সেখানে একটা রুমের মধ্যে আমি হঠাৎ উলঙ্গ অবস্থায় নামাজ পড়ছি। আমার কাজিন তখন আমার হাতের বাম পাশে একটা খাটে বসে ছিল। শুরুতে সে একটু রাগান্বিতভাবে আমার দিকে তাকিয়ে ছিল, পরে সে আমাকে শাড়ির মতো বড় একটা কাপড় দেয়। আমি তা দিয়ে নিজেকে ঢেকে নামাজ চালিয়ে যাই।
এই ধরনের স্বপ্নের অর্থ কী? এটা কি কোনো খারাপ কিছুর ইঙ্গিত হতে পারে?
জাযাকাল্লাহু খাইরান।