ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রোজা অবস্থায় মুখের ভেতরের চামড়া যদি " ইচ্ছাকৃত " বা "অনিচ্ছাকৃত " খেয়ে ফেলা হয় বা গিলে ফেলা হয় তাহলে রোজা ভাঙ্গবে না। তবে ঠোঁটের চামড়া খেয়ে ফেললে বা গিলে ফেললে রোযা ফাসিদ হয়ে যাবে। এক্ষেত্রে শুধুমাত্র কাযা আসবে কাফফারা আসবে না।
الفتاوى الهندية (1 / 202):
"وإذا ابتلع ما لا يتغذى به، ولا يتداوى به عادة كالحجر والتراب لا يوجب الكفارة كذا في التبيين، ولو ابتلع حصاة أو نواة أو حجرا أو مدرا أو قطنا أو حشيشا أو كاغدة فعليه القضاء، ولا كفارة كذا في الخلاصة "