السلام عليكم ورحمة الله وبركاته শায়েখ।
১.আমি একটা অনলাইন প্রতিষ্ঠানে আলিম কোর্স করি।ওইখানে তাজবিদ পরানো হয়।সমস্যা হচ্ছে,অনেক সময় হায়েজ অবস্থায় পরিক্ষা পরে যায়।
আমরা জানি,হানাফি অনুযায়ী হায়েজ অবস্থায় কুরআন তিলাওয়াত /মুখস্ত পড়া যাবেনা।পরিক্ষায় সময় না চাইলেও পড়তে হয় ভেংগে/১-২টা শব্দ একসাথে করে।পরিক্ষা নির্ধারিত সময় না দিলে জরিমানা দিয়ে পরে পরিক্ষা দেয়া লাগে,যা অনেক সময় কষ্টসাধ্য।
আমার প্রশ্ন হচ্ছে,এখন আমি কি একারণে গুনাহগার হব?আমার করণিয় কি?
২.অন্য আরেকটি অনলাইনে প্রতিষ্ঠানে নাজেরা করানো হয়,আপুরা বিভিন্ন সময় লাইভে তিলাওয়াত করেন যা পুরুষদের কাছেও যায়।এইটাতে কি গুনাহ হবে?
আমি যদি ওই প্রতিষ্ঠানে কন্ঠের হেফাজত করে কিছু বোনকে কুরআন পড়াই তাহলে কি আমি গুনাহগার হব?(যেহেতু উনাদের প্রতিষ্ঠানেই কাজ করছি)
জাযাকুমুল্লহ খইরন।