আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
93 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ।
 
সম্মানিত ওস্তায, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বোনদের ইসলামের দিকে অনুপ্রাণিত করতে আমরা কুরআন শিখানো, হাদিস অধ্যয়ন সহ দাওয়াতি কাজ করি; বর্তমানে আমদের কার্যক্রম দুটো হলে চলমান। আমাদের নিয়ত আছে, প্রতিটা হলে দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। 

অনেক বোন বিশ্ববিদ্যালয়ে এসে হেদায়েতের নূর পায়।তখন তারা ইসলামকে আঁকড়ে ধরতে গিয়ে পারিবারিক সহ নানা প্রতিকূল পরিস্থিতিতে পড়ে যায়। তার মধ্যে চাকুরী একটা বড় ইস্যু। দেখা যায়, এসব বাঁধা উপেক্ষা করে বোনেরা  নিজেকে নতুনভাবে সাজাতে চায়। 
আমরা একট উদেশ্য নিয়ে কাজ করছি। আমরা চাই, আমাদের বোনগুলো ঘরে থাকুক। সদ্য দ্বীনে ফেরায়, দ্বীনের ফরজ জ্ঞান অর্জন করুক। এরপর ধাপেধাপে বিভিন্ন বিষয়ে সে দক্ষতা অর্জন করুক। এভাবে সে একদিন একজন দক্ষ মা হয়ে উঠবেন, এবং তাদের সন্তানরাও মায়ের পরশে একজন উম্মাহর যোগ্য উত্তরসূরী হয়ে উঠবে, এই আশা আমরা রাখি। এরই মাঝে যদেরকে চাকরি করতে বাধ্য করে অথবা যে বোনগুলো নিরুপায় তাদের জন্য আমরা একটা বিশেষ চিন্তা করেছি।
আমরা একটা অনলাইন প্লাটফর্ম প্রতিষ্ঠা করতে চায়, যেখানে আমাদের প্রতিভাবান বোনেরা তাদের দ্বীনে ফেরার গল্প, অনুপ্রেরণা, ঈমান দীপ্ত  গল্পেগুলো অন্যান্য বোনদের মাঝে ছড়িয়ে দিবে। এবং যারা যে বিষয়ে দক্ষ, তারা সে বিষয়ে অনলাইন / অফলাইন কোর্স চালু করতে পারবে। এতে করে একটা আর্থিক ব্যবস্থাও হবে। পরিবারের চাপও কিছুটা কমবে এবং অন্যান্য বোনেরা উপকৃত হবে এবং একটি দক্ষ উম্মাহাতুন তৈরী হবে ইনশাআল্লাহ। 

বোনদের মাঝে ইসলামের প্রতি ভালোবাসা তৈরী করা, দ্বীন এবং দুনিয়া বিষয়ে জ্ঞান অর্জনে উৎসাহিত করা এবং নিজেদেরকে দক্ষ এবং যোগ্য উম্মাহাতুন তৈরী করাই আমাদের অফলাইন এবং অনলাইন প্লাটফর্ম এর মূল উদ্দেশ্য। 

সম্মানিত ওস্তায, এ বিষয়ে  আপনাদের মতামত, পরামর্শ এবং দিকনির্দেশনা আশা করছি আমরা।

by
ওস্তায,  এই প্রশ্নটির উত্তর  পাইনি।

1 Answer

0 votes
by (720,840 points)
পরামর্শ,
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

আপনাদের উদ্যোগ অত্যন্ত সুন্দর, হৃদয়স্পর্শী এবং উম্মাহর জন্য আশাব্যঞ্জক,আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা আপনাদের নিয়ত ও প্রচেষ্টা কবুল করুন এবং কাজটিকে বরকতময় করে তুলুন।

নিচে কিছু দিকনির্দেশনা তুলে ধরছি, ইনশাআল্লাহ —

১. নিয়ত ও উদ্দেশ্য

আপনাদের মূল উদ্দেশ্য —
বোনদের দ্বীনের দিকে ফেরানো,
দ্বীনের ফরজ জ্ঞান অর্জনে উৎসাহিত করা,
দ্বীনের সাথে দুনিয়ার দক্ষতা অর্জন করা,
এবং একদিন একজন সচেতন, দ্বীনদার, দক্ষ মা তৈরি করা।

শরীয়াহ দৃষ্টিতে এটি অত্যন্ত প্রশংসনীয় নিয়ত।
রসুলুল্লাহ ﷺ বলেছেন:

 "إنما الأعمال بالنيات"
“কর্মসমূহ নিয়তের ওপর নির্ভর করে।” (বুখারী ও মুসলিম)

আপনাদের নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টি, দ্বীন প্রচার এবং নারীদের হালাল উপায়ে আত্মনির্ভরতা অর্জন হয়, তাহলে এই কাজটি ইবাদতের অন্তর্ভুক্ত হবে, ইনশাআল্লাহ।

নারীদের জন্য জ্ঞান অর্জন করা এবং অন্য নারীদের শিক্ষা দেওয়া — এটি শরীয়াহসম্মত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল।

 রসুল ﷺ বলেছেন:
“জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ।” (ইবন মাজাহ, হাদিস ২২৪)

★তবে কিছু আদব ও সীমা মানা জরুরি:

শুধুমাত্র মহিলাদের মাঝে শিক্ষা ও দাওয়াতি কার্যক্রম চালানো।

কোন প্রকাশনা, ভিডিও, ছবি বা অনলাইন কার্যক্রমে ফিতনা বা মিক্সিং (পুরুষ-মহিলা মিশ্রণ) যেন না হয়।

*অনলাইন প্ল্যাটফর্ম গঠন

এটি আজকের যুগে খুব কার্যকর একটি উদ্যোগ। সঠিক কাঠামোয় পরিচালনা করলে এটি একটি “ডিজিটাল দাওয়াতি মাদরাসা” হতে পারে, ইনশাআল্লাহ।

শরীয়াহ অনুযায়ী করণীয়:

প্ল্যাটফর্মটি শুধুমাত্র বোনদের জন্য নির্দিষ্ট করা।
 কনটেন্টে পর্দা, শালীনতা ও গোপনীয়তা রক্ষা করা।
যারা শিক্ষা দেবেন, তাদের আকীদা ও মানহাজ স্পষ্ট ও সহীহ হতে হবে।
আর্থিক দিক থেকে আয় যেন হয় হালাল উৎস থেকে (যেমন কোর্স ফি, হালাল বিজ্ঞাপন, বা সেবা বিক্রি)।
দাওয়াতের বার্তা যেন সবসময় কিতাব ও সহীহ সুন্নাহ ভিত্তিক হয়, কোনো ব্যক্তিকেন্দ্রিকতা বা গোষ্ঠীকেন্দ্রিকতা না আসে।

★আর্থিক স্বনির্ভরতা

আপনাদের উদ্দেশ্য যেহেতু বোনদের পরিবারের চাপ হালকা করা ও হালাল পথে আয়ের সুযোগ দেওয়া —

এটি শরীয়াহসম্মত এবং সুন্নাহসঙ্গত।

রসুল ﷺ- এর যুগে হযরত খাদিজা (রাঃ), উম্মে সালামা (রাঃ) প্রমুখ নারীরা ব্যবসা-বাণিজ্য করেছেন।
তবে শর্ত হলো — ফিতনা ও হারাম থেকে নিরাপদ থাকা।

দীর্ঘমেয়াদী লক্ষ্য: দক্ষ “উম্মাহাতুন” তৈরি করা।

এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত চিন্তা।
একজন দ্বীনদার, সচেতন মা পুরো প্রজন্মকে বদলে দিতে পারে।
এজন্য দ্বীনি শিক্ষা, পারিবারিক শিক্ষা, সন্তান প্রতিপালনের প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে কোর্স রাখা অত্যন্ত ফলপ্রসূ হবে।


★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
 শুরুতে ছোট পরিসরে দাওয়াতী কাজ চালান (২–৩ হলে)।
“দাওয়াতি ও দক্ষতা উন্নয়ন” — এই দুই অংশ আলাদা করে সাজান।

স্থানীয় আলেমা বা মহিলা দ্বীনশিক্ষকের শরীয়াহ তত্ত্বাবধান রাখুন।

 অনলাইন প্ল্যাটফর্মে “নাম গোপন রাখা বা নিকনেম ব্যবহার” করতে উৎসাহিত করুন, যেন লজ্জাশীলতা বজায় থাকে।

নিয়মিতভাবে “নিয়ত নবায়ন ও তাজকিয়া” বিষয়ক সেশন রাখুন।

আপনাদের এই উদ্যোগ একদিকে দ্বীনের দাওয়াত, অন্যদিকে নারীদের হালাল উপায়ে আত্মনির্ভরতা —
এ দুটি মিলে এটি একটি খিদমাতে দীন ও সমাজ সংস্কার প্রকল্প, যা অত্যন্ত বরকতময় হতে পারে ইনশাআল্লাহ।

আল্লাহ তায়ালা বলেন:
"ومن أحسن قولاً ممن دعا إلى الله وعمل صالحاً وقال إنني من المسلمين"
“আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে ‘আমি মুসলিম’ — এর চেয়ে উত্তম কথা আর কার হতে পারে?” (সূরা ফুসসিলাত ৪১:৩৩)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
যাজাকাল্লাহ খইরন, ওস্তায। হৃদয় তৃপ্ত হয়ে গেল,  আপনার মূল্যবান মতামত পেয়ে। আমাদের জন্য দুআর আর্জি।
by
ওস্তায, আর্থিক দিক থেক আয় যেন হালাল উৎস থেকে হয়, এই বিষয়টা ভালে করে বুঝতে পারছি না। একটু বিস্তারিত বললে মুনাসিব হতো, ওস্তায।
by (720,840 points)
অর্থাৎ আপনাদের ইনকাম যেন কোন হারাম উৎস থেকে না হয়।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...