আস সালামু আলাইকুম
মুসলমানদের বেশীরভাগই নিজেরা যাদু করতে পারেনা। তারা কোন যাদুকর বা তান্ত্রিকদের দিয়ে যাদু করিয়ে থাকে। এসব মুসলমানদের ব্যাপারে শরীয়তের হুকুম কী?
১. এদের কী ঈমান চলে যায়?
২. আখেরাতে এদের শাস্তির ব্যাপারে কী বলা হয়েছে?
৩. তারা কী তওবা করে পুনবায় ইসলামী জীবন শুরু করতে পারবে?
৪. তাদের যাদুর কারণে যারা মাজলুম হলো, এসব মাজলুম মুসলমান জালিমদেরকে দুনিয়াতে ক্ষমা করলে আখেরাতে বেশী লাভবান হবে? নাকি ক্ষমা না করলে?
মেহেরবানী করে জবাব দিবেন।
আল্রাহ সুবহানাহু ওয়া তায়ালা উত্তম বিনিময় দান করুক।