আসসালামু আলাইকুম। কিছুদিন হলো পারিবারিক ভাবেই বিয়ে করেছি আত্নীয় এর ভিতরেই। বিয়ের আগে থেকেই আমার ওয়াইফ কে চিনতাম আর অনেক কথাও হয়েছে।
১) বিয়ের আগে এক বার কোন কথা থেকে আমার বউ কে বুঝাইতেছিলাম। এভাবে বলে যে " আরে জামাই বউ জগড়া হইলে রাগ করে কত কিছুই বলে - তোর সাথে আমার এটা, তোর সাথে সেটা, তুই হেন, তুই তেন, তুই এটা করলে এটা, তুই ওটা করলে ওটা, তোর সাথে আমার ওটা হয়ে গেছে, তোকে ওটা দিয়ে দিবো ". এভাবে আমার বউ কে বলে বুঝাইতেছিলাম। তালাক উচ্চারণ করি নাই। এগুলা কথার কারনে কি আমার বিয়ের পরে বিবাহিত জীবনে কোনো শর্তযুক্ত তালাক হবে?।
আমি এসব ব্যাপারে অজ্ঞ। যতটুকু মনে পড়ে বউকে নিয়ে বা কাউকে নিয়ে সরাসরি তালাক উচ্চারণ করে কিছু বলি নাই বিয়ের আগে। দয়া করে উত্তর দিবেন হুজুর।