আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
13 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
reshown by
আমার পরিবারের উপর সুদীর্ঘ ১৫ বছর যাবত আমার চাচা চাচি যাদু করে আসছে...

অসুস্থতার যাদু করে ঘরের সবাইকে সারাবছর অসুস্থ বানায় রাখে... বিচ্ছেদের যাদু করেও আমার ভাই ভাবীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে,,,
গত ৫ বছর যাবত পরপর কয়েকবার রুকইয়াহ করা হয়েছে সপরিবারে,,, রাকি রা বলেছে ঘরে জ্বিন চালান দেই,, অসুস্থতার যাদু করে রাখছে,,, ঘরের সবাব বড় বড় সব রোগ ধরা পড়ছে,, ক্যান্সার, ডায়াবেটিস, হাই প্রেশার,, কিডনী ড্যামেজ,, ঘরের একাধিক সদস্যের টিউমার সহ উপরিউক্ত বড় বড় রোগ গুলো হয়েছে... ঘরে এই মুহূর্তে কারো কোনো ইনকাম নেই...
আমি অনেক অনেক বার কাজ করেও টাকা পাইনি,,সব কাজে বাধা পায়,,কোনো কাজ করতে গেলেই অসুস্থ হয়ে যায়...পড়তে বসলেই অসুস্থ হয়ে যায়,,গত ২ বছর নিয়মিত সেল্প রুকইয়াহ  করে আসছে পরিবারের সদস্যরা,, বারবার রুকইয়াহ সেন্টারে গিয়ে রুকইয়াহ করতেছে,, বাসায় এনে ঘরের রুকইয়াহ করছে,,,

কোনো কিছুতেই আমরা সুরাহা পাচ্ছি না... ভীষণভাবে হতাশ ও ক্লান্ত,,লাখ লাখ টাকা ঋণ হয়ে আছে....

বারবার জ্বিন চালান দেই,, ঘরের ছাদে সারাদিন কোনো না কোনো আওয়াজ শুনতে পাই,, বিভিন্ন গন্ধ পাই,,সবার শরীরে বিভিন্ন জায়গায় আছরের দাগ পাই ...

সেল্প রুকইয়াহ করি - সূরা ফাতিহা,ফালাক, নাস, ইখলাস, সূরা আরাফ (১১৭-১২২), সূরা ত্বহা (৬৯), সূরা ইউনুস (৮১-৮২), সূরা বাকারার শেষ ২ আয়াত, আয়াতুল কুরসি, সূরা জ্বিন, সহ রুকইয়াহ এপসে যত দোয়া, আয়াত দেওয়া আছে সব পড়া হয়,, পানি পড়ে খাওয়া ও গোসল করা হয়,, সূরা বাকারা পুরোটা মাঝে মাঝে পড়া হয়....
আমাদের ঘরের একেকবার একেক সমস্যায়, ঝামেলায় , অশান্তি তে, অসুস্থতায় সবাই ভীষণভাবে ক্লান্ত...

আমি এখন জানতে চাইছি এমন কোনো দোয়া/আমল আছে যেগুলো পড়লে যে বা যারা অনবরত যাদু করে যাচ্ছে, যাদু গুলো তাদের দিকে ফেরত যাবে... যাদুর সমস্ত প্রভাব তাদের উপর চলে যাবে...তাদের বদদোয়া দেওয়ার   জন্য কি কি দোয়া পড়ব?.... আর সহ্য করতে পারছি না

1 Answer

0 votes
by (723,270 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সর্বপ্রথম পরামর্শ দিবো,ভালো কোনো বিশুদ্ধ আকিদার মুদাব্বিরের শরণাপন্ন হওয়ার।মুদাব্বির মানে যিনি কুরআন হাদীস থেকে সেহেরের চিকিৎসা করে থাকেন।যাকে রুকইয়ায়ে শরঈয়্যাহ বলা হয়।
তাছাড়া আপনাকে ঘরোয়া ভাবে কিছু রুকইয়ার পরমার্শ দিচ্ছি,
(১)সকল প্রকার ফরয ওয়াজিব ইবাদত যত্নসহকারে পালন করা।এবং সকল প্রকার হারাম ও নাজায়ে কাজ হতে বেঁচে থাকে।
(২) অধিক পরিমাণ কুরআন তেলাওয়াত করা।
(৩)দু'আ, জায়েয তাবীয ও যিকিরের মাধ্যমে নিজেকে হেফাজতের চেষ্টা করা।

নিম্নোক্ত দু'আকে সকাল সন্ধ্যা তিনবার করে পড়া।
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ، 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3469

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার ঘরে যেন দৈনিক একবার সূরা বাকারা তিলাওয়াত করা হয়। যদি দৈনিক একবার সূরা বাকারা তিলাওয়াত করা হয়, তাহলে ঘরে জ্বীন যাদু কোনো প্রভাব বিস্তার করতে পারবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...