আমার পরিবারের উপর সুদীর্ঘ ১৫ বছর যাবত আমার চাচা চাচি যাদু করে আসছে...
অসুস্থতার যাদু করে ঘরের সবাইকে সারাবছর অসুস্থ বানায় রাখে... বিচ্ছেদের যাদু করেও আমার ভাই ভাবীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে,,,
গত ৫ বছর যাবত পরপর কয়েকবার রুকইয়াহ করা হয়েছে সপরিবারে,,, রাকি রা বলেছে ঘরে জ্বিন চালান দেই,, অসুস্থতার যাদু করে রাখছে,,, ঘরের সবাব বড় বড় সব রোগ ধরা পড়ছে,, ক্যান্সার, ডায়াবেটিস, হাই প্রেশার,, কিডনী ড্যামেজ,, ঘরের একাধিক সদস্যের টিউমার সহ উপরিউক্ত বড় বড় রোগ গুলো হয়েছে... ঘরে এই মুহূর্তে কারো কোনো ইনকাম নেই...
আমি অনেক অনেক বার কাজ করেও টাকা পাইনি,,সব কাজে বাধা পায়,,কোনো কাজ করতে গেলেই অসুস্থ হয়ে যায়...পড়তে বসলেই অসুস্থ হয়ে যায়,,গত ২ বছর নিয়মিত সেল্প রুকইয়াহ করে আসছে পরিবারের সদস্যরা,, বারবার রুকইয়াহ সেন্টারে গিয়ে রুকইয়াহ করতেছে,, বাসায় এনে ঘরের রুকইয়াহ করছে,,,
কোনো কিছুতেই আমরা সুরাহা পাচ্ছি না... ভীষণভাবে হতাশ ও ক্লান্ত,,লাখ লাখ টাকা ঋণ হয়ে আছে....
বারবার জ্বিন চালান দেই,, ঘরের ছাদে সারাদিন কোনো না কোনো আওয়াজ শুনতে পাই,, বিভিন্ন গন্ধ পাই,,সবার শরীরে বিভিন্ন জায়গায় আছরের দাগ পাই ...
সেল্প রুকইয়াহ করি - সূরা ফাতিহা,ফালাক, নাস, ইখলাস, সূরা আরাফ (১১৭-১২২), সূরা ত্বহা (৬৯), সূরা ইউনুস (৮১-৮২), সূরা বাকারার শেষ ২ আয়াত, আয়াতুল কুরসি, সূরা জ্বিন, সহ রুকইয়াহ এপসে যত দোয়া, আয়াত দেওয়া আছে সব পড়া হয়,, পানি পড়ে খাওয়া ও গোসল করা হয়,, সূরা বাকারা পুরোটা মাঝে মাঝে পড়া হয়....
আমাদের ঘরের একেকবার একেক সমস্যায়, ঝামেলায় , অশান্তি তে, অসুস্থতায় সবাই ভীষণভাবে ক্লান্ত...
আমি এখন জানতে চাইছি এমন কোনো দোয়া/আমল আছে যেগুলো পড়লে যে বা যারা অনবরত যাদু করে যাচ্ছে, যাদু গুলো তাদের দিকে ফেরত যাবে... যাদুর সমস্ত প্রভাব তাদের উপর চলে যাবে...তাদের বদদোয়া দেওয়ার জন্য কি কি দোয়া পড়ব?.... আর সহ্য করতে পারছি না