আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
যদি তেপায়ার উপর কুরআন রাখা থাকে বা কোনো কিতাব বা কাগজে আয়াত লেখা থাকে তাহলে তার পাশে বা তার চেয়ে কিছু দুরে কেউ তার চেয়ে উঁচু কিছু যেমন চেয়ার বা খাট ইত্যাদিতে বসে তাহলে সেটা কি কুরআনের প্রতি অসম্মান করা হয়?
২/যদি ফ্লোর এর উপর বাচ্চার প্রস্রাব পরে সেখানেই শুকিয়ে যায় তাহলে সেখানে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লে জায়েয হবে কি না?
৩/কোন স্টুডেন্ট পড়াশোনার প্রয়োজন ছাড়া অন্য কারণে কোথাও যাওয়ার সময় হাফ ভাড়া দেওয়া জায়েয কি না?