আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
১/ কাবাশরিফ ১ম বার দেখে যে দুআ করা হয় তা কবুল হয়। ১ম দেখা কি জীবনে প্রথমবার নাকি প্রতি হজ্জ/উমরা সফরের ১ম বার?
২/যদি হাতে মেনদি থাকে তাহলে কি এহরামে কোন সমস্যা হবে? সাধারন মেনদি নেওয়ার ২/৩দিন পর্যন্ত মেনদির সেন্ট হাতে থাকে।
৩/ প্লেন অথবা এয়ারপোর্ট থেকে এহরামের নিয়ত করার পর মহিলারাও কি পোশাক/জুতা পরিবর্তন করতে পারবে না?
৪/ তাওয়াফের সময় তো নিকাব, হাতমোজা পড়া যাবে না। বর্তমানে বাজারে একধরনের ক্যাপ পাওয়া যায়, ক্যাপটা পরলে কাপরটা মুখ স্পর্শ করে না, তবে তাওয়াফ শেষে সালাত আদায় করতে অসুবিধা হয়। ক্যাপ ব্যবহার না করে যদি মাথার উপর থেকে বড় করে ঘোমটা টানিয়ে দেওয়া যায় তাহলে ঘোমটার কাপড়টা নড়াচড়ার সময় হলকা মুখ স্পর্শ করে,,এতে কি কোন সমস্যা হবে?
শব্দ চয়নের ভুল ত্রুটির জন্য আফওয়ান,
جزاك الله خيرا في الدنيا والأخرة
‌‏صلى الله عليه وسلم