আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
43 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (12 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

১/ কাবাশরিফ ১ম বার দেখে যে দুআ করা হয় তা কবুল হয়। ১ম দেখা কি জীবনে প্রথমবার নাকি প্রতি হজ্জ/উমরা সফরের ১ম বার?

২/যদি হাতে মেনদি থাকে তাহলে কি এহরামে কোন সমস্যা হবে? সাধারন মেনদি নেওয়ার ২/৩দিন পর্যন্ত মেনদির সেন্ট হাতে থাকে।

৩/ প্লেন অথবা এয়ারপোর্ট থেকে এহরামের নিয়ত করার পর মহিলারাও কি পোশাক/জুতা পরিবর্তন করতে পারবে না?

৪/ তাওয়াফের সময় তো নিকাব, হাতমোজা পড়া যাবে না। বর্তমানে বাজারে একধরনের ক্যাপ পাওয়া যায়, ক্যাপটা পরলে কাপরটা মুখ স্পর্শ করে না, তবে তাওয়াফ শেষে সালাত আদায় করতে অসুবিধা হয়। ক্যাপ ব্যবহার না করে যদি মাথার উপর থেকে বড় করে ঘোমটা টানিয়ে দেওয়া যায় তাহলে ঘোমটার কাপড়টা নড়াচড়ার সময় হলকা মুখ স্পর্শ করে,,এতে কি কোন সমস্যা হবে?

শব্দ চয়নের ভুল ত্রুটির জন্য আফওয়ান,

جزاك الله خيرا في الدنيا والأخرة

‌‏صلى الله عليه وسلم

1 Answer

0 votes
by (737,820 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কাবা শরিফ ১ম বার দেখে যে দুআ করা হয় তা কবুল হয়। হজ্জ/উমরা সফরের ১ম বার দেখা উদ্দেশ্য । 

(২) যদি হাতে মেনদি থাকে তাহলে এহরামে কোন সমস্যা হবে না। মেহেদি নেওয়ার পর ২/৩দিন পর্যন্ত মেনদির সেন্ট হাতে থাকলে কোনো সমস্যা হবে না।

(৩) প্লেন অথবা এয়ারপোর্ট থেকে এহরামের নিয়ত করার পর মহিলারা পোশাক/জুতা পরিবর্তন করতে পারবে 

(৪)
 বর্তমানে বাজারে যেই ক্যাপ পাওয়া যায়, ক্যাপটা পরলে কাপরটা মুখ স্পর্শ করে না, তবে তাওয়াফ শেষে সালাত আদায় করতে অসুবিধা হয়।উক্ত ক্যাপ ব্যবহার করা যাবে।  এমনটা না করে যদি মাথার উপর থেকে বড় করে ঘোমটা টানিয়ে দেওয়া যায় তাহলেও হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...