ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)নির্দিষ্ট কিছু পাওয়ার জন্য নফল ইতিকাফ পালন করা যাবে।
(২) কোনো কাজের ব্যাপারে এমন বলা যে 'হে আল্লাহ আমি ওয়াদা করছি আজকে থেকে এটা আর করবো না' এক্ষেত্রে যদি কাজটি থেকে বিরত থাকা সম্ভব না হয় এবং কাজটি করা হয় তখন কসম ভঙ্গের অন্তর্ভুক্ত হবে না।
(৩) কোনো কিছু থেকে আ'ফিয়া পাওয়ার জন্য দরুদ এর ফজিলত এর কথা চিন্তা করে মনে মনে এই এটা ঠিক করা যে আজকে থেকে ১০০০ বার দরুদপাঠ করবো আল্লাহ যেন দরুদ এর ওয়াসিলায় আমাকে আ'ফিয়া দেন পরে দেখা গেল সম্ভব হচ্ছে না তখন আবার নিয়ত করা হলো যে যেহেতু আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাই আমি ১০০ বার করবো।। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ঐ ১০০ বার ও যদি রিগুলার করা সম্ভব না হয় তখন যতবার সম্ভব হয় ততবারই পড়া উচিত।