ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মাদ্রাসার চেয়ারম্যান সারের নির্দেশ যদি হয় শর্ট সাজেশন যাতে না দেওয়া হয়, এমন অবস্থায় সাররা শর্ট সাজেশন দিলে ছাত্র হিসেবে হল,
১) সারদের থেকে শর্ট সাজেশন গ্রহণ করে সেই অনুযায়ী পরীক্ষার প্রিপারেশন না নেওয়া উচিত। নিলে নাজায়েয হবে না।
২) শরীরের জন্য ক্ষতিকর খাদ্য খেলে দুআ কবুল হতে কোনো সমস্যা নেই।
৩)অনেকদিন আগে একাধিকবার ঘুমের মধ্যে প্রস্রাব হয়েছে এখনও সেই জাজিমের কাছে নাক দিলে গন্ধ পাওয়া যায়। সেই জাজিমের উপর পরিষ্কার বিছানার চাদর দিয়ে সেখানে বসে মোবাইল কুরআন তিলাওয়াত করা যাবে।
৪) আমাদের মাদ্রাসার ক্লাসরুমে পিছে জানালা।
আমি সামনে বসি কিন্তু যেহেতু চশমা পড়ি জানালার বাইরের রিফ্লেকশন চোখে পড়ছে যদিও ক্লিয়ার না এখন বাহিরে কোনো মহিলা যদি ঐ জানালার কাছের জানালায় কাপড় শুকাতে আসে, তাহলে আপনার কোনো গোনাহ হবে না।
৫) আমার ঘরে আমি যে টেবিলে বসি তার ডান পাশে বড় একটা জানালা আর সেখানে পর্দা রয়েছে কিন্তু
যখন সকাল থাকে সূর্যের আলোয় পর্দার বাহিরে যদিও ভালোভাবে বুঝা যায় না যেহেতু পর্দা আছে কিন্তু বাহিরের দৃশ্য চোখে পড়ে চশমা না পড়লেও
যেহেতু ডান পাশে জানালা এই কারনে । এক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না।