আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু, উস্তদ আমার কিছু প্রশ্ন ছিল তা নিম্নরূপ,
১। বাসায় পরিবারের সাথে তালিম করার নিয়ম কি? কোন বই দিয়ে তালিম করবো উস্তাদ? ফাযায়েলে আমল,ফাযায়েলে সাদাকাত,মুন্তাখাব হাদিস এসব বই সহ তালিম করতেই হবে এমন কি? এগুলো ছাড়া কি অন্য বই দিয়ে তালিম করা যাবে না? তালিমে কি কি আলোচনা করবো বা কিভাবে শুরু করবো ? আমি বিবাহিত তবে আমার জাওজ পড়াশুনার জন্য মেসে থাকেন আমি আব্বুর বাসায় থাকি। তো আমি এখন আমার জাওজকে নিয়ে ফোনে দূর থেকে কি তালিম করতে পারবো?
২। উস্তাদ আমার আম্মু কোথায় যেন দেখেছে যে ভাই বোনের সম্পর্ক নাকি দুনিয়াতেই,আখিরাতে নাকি সবার সাথে দেখা হলেও সবাইকে চিনলেও ভাইবোনকে চিনবে না! এটা নিয়ে একটু জানতে চাই উস্তাদ এটা কি ঠিক?