আসসালামু আলাইকুম উস্তাদ। একটা স্বপ্ন ব্যাখ্যা জানতে চাচ্ছি। যিনি দেখেছেন ওনার কাছে স্বপ্নটা খারাপ কিছুর আভাস মনে হচ্ছে। আমি ওনার মতো করে বলতেছি।
: আমি স্বপ্নে দেখি আমার স্বামী 4টা শাড়ি কিনে এনেছন। 3টা একই রকম ওনার মা, ভাবীদের জন্য আর একটা অদ্ভুত গোলাপি রঙের আমার জন্য। আমি আমার অন্যরকম শাড়ি দেখে কিছুটা ভয় পেলাম এই ভেবে সবাই কি ভাববে। রান্না ঘরের উঠানে গিয়ে দেখি অনেক বড় বড় হাড়ি বের করা হয়েছে রান্নার জন্য। আমি কারণ জিজ্ঞেস করলে ভাবি কিছুই না বলেই আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। আমি জিজ্ঞেস করলাম আপনার ছেলের কুরআন তিলাওয়াত শুরু করার জন্যই কি এই আয়োজন। তিনি কোন জবাব দিলেন না। তাই বললাম, আমি বাবার বাড়ি থেকে যে পোলাও এর চাল এনেছি তা দিয়েই করে নাও। তিনি বললেন, না না অনেক মানুষ আসবে এইগুলায় হবে না। তারপর আমি ওয়াশরুমে ঢুকলাম শাড়ি পড়ার জন্য। তখনই আমার স্বামী দরজায় নক করেন ওয়াশরুম ওনার দরকার। তখন আমি বের হয়ে ওনাকে যেতে দেই। তখন রুমের বাহিরে চোখ যেতেই দেখি পর্দার ওপর পাশে এক লোক দূর থেকে রুমের ভেতর বার বার তাকাচ্ছে।
কিছু বিষয় উল্লেখ করা ভালো,এই স্বপ্নের দুইটা জিনিস বাস্তবে ও মিল 1.ভাবির ছেলের কুরআন তিলাওয়াত শুরু করার জন্য আয়োজন করার কথা হয়েছিল আমি একই প্রস্তাব ওনাকে দিয়েছিলাম উনি না করে দিয়েছেন। 2. আমি বাপের বাড়ি থেকে পোলাও এর চাল এনেছি এইটা ও সত্য। তবে এই দুই ঘটনা অনেক আগের। তাই এগুলো নিয়ে বর্তমানে চিন্তা বা কথা কোন কিছুই হয় নাই।
তবে এখন আমার সমস্যা এগুলো নিয়ে না আমার সমস্যা নতুন আর সবার থেকে আলাদা শাড়ি নিয়ে । কেন জানি এইটা আমার কাছে খারাপ কোন লক্ষণ মনে হচ্ছে।