স্ত্রী : আমি যদি কখনো কোমায় চলে যাই,তবে কিভাবে আমার সাথে সহবাস করবে?
স্বামী : ধরো তুমি কেমায় চলেই গেলে, তখন আমি আরেকটা বিয়ে করলাম,তুমি উঠে বলবে, আরে শালা...
স্ত্রী : তখন ডিভোর্স, ডিভোর্স,ডিভোর্স
বা
ডিভোর্স,ডিভোর্স,ডিভোর্স
(দুটুর যেকোনো একটি বলেছে, তখন শব্দ টি বলেছে কিনা তা নিয়ে সন্দেহ আছে ৮০% বলেছে ও ২০% মনে হচ্ছে বলে নি)
১. তখন না বলে শুধু "ডিভোর্স,ডিভোর্স,ডিভোর্স" বলে থাকলে কি তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে?
২. যদি "তখন ডিভোর্স, ডিভোর্স,ডিভোর্স"
বলে থাকে তবে কি তা শর্ত হয়ে গেছে?
মানে স্বামী দ্বিতীয় বিয়ে করলেই কি তাদের সম্পর্ক নষ্ট হবে?
৩. না কি কেবল প্রথম স্ত্রী কোমায় থাকলে ২য় বিয়ে করলে তাদের সম্পর্ক নষ্ট হবে, স্বাভাবিক অবস্থায় করলে হবে না।
উল্লেখ্য এই ক্ষেত্রে বিবেচনা করুন স্ত্রী এর নিজের উপর তালাক নেয়ার ক্ষমতা স্বামী দিয়েছে...
ধন্যবাদ