ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গিটার, টিভি ক্রয় বিক্রয় করা মাকরুহে তাহরীমি। কেননা এদ্বারা দ্বারা অধিকাংশ সময় গোনাহর কাজ সম্পাদিত হয়ে থাকে । যিনি ইতিপূর্বে এসব ক্রয় করে নিয়েছেন, এখন যদি তিনি সেগুলো বিক্রয় করতে চান, তাহলে সেটাও উনার জন্য মাকরুহ হবে। বরং তিনি এগুলোকে ভেঙ্গে ফেলে দিবেন অথবা খন্ড বিখন্ড করে প্রয়োজন মত কোনো হালাল কাজে লাগিয়ে নিতে পারবেন অথবা বিক্রয় করতে পারবেন। তাছাড়া এটা কাউকে তিনি গিফটও করতে পারবেন না। যদি তিনি বিক্রি করেন, তাহলে সমুদয় টাকা সদকাহ করে দিতে হবে। টিভি বা গিটারকে ব্যবহার না করলে শুধুমাত্র ঘরে রাখা দ্বারা কোনো গোনাহ হবে না। টিভি বা গিটারকে ঘরে রাখা অনুচিৎ। কেননা এটা গোনাহের কথা স্বরণ করিয়ে দিবে। তাই যতদ্রুত সম্ভব সেটাকে দূরে সরিয়ে ফেলতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/6881
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঘরে উকুলেলে(Ukulele) তথা বাদ্যযন্ত্র রাখা উচিত হবে না। বাজানোর কাজে ব্যবহার করা হোক বা না হোক। এমনিতেই ঘরে না রাখা উচিত।