আসসালামু আলাইকুম
১.রান্নাঘরে বাচ্চাকে এক হাতে কোলে নিয়েছিলাম আর এক হাতে হচ্ছে ভীম নিয়ে মগ মাজতেছিলাম। মগটা হাত থেকে পড়ে যায় মাজার সময়। ভীম এবং ভীমের সাথে থাকা পানি আমার পায়জামাই লাগে। এখানে ভিমের বাটিতে কারো হাতের নাপাকি কিছু ছিল কিনা আমি জানিনা, তাহলে আমার সেই পায়জামাটা পাক নাকি নাপাক হিসেবে ধরবো??
২.রান্নাঘরে কাজ করার সময় একটা জিনিস নিতে গিয়ে উপরে থাকা বাটি নিচের পাতিল এর মধ্যে পড়ে। মাড় ছিল সেই পাতিলে,বাটি টা উপর থেকে নিচের পাতিলে পড়ার কারণে মাড় ছিটকে এসে আমার পায়জামায় লাগে। ওই পাতিলে থাকা মাড় পাক নাকি নাপাক ছিল আমি জানিনা, তাহলে আমার পায়জামা তে যে ছিটা গুলো পড়লো একারণে পায়জামা পাক নাকি নাপাক হিসেবে ধরব??
৩.দুই বছরের মেয়ে বাচ্চাকে বাথরুমে প্রসাবের পরে পানি দিয়ে ধুয়ে দিতাম যাতে প্রসাবের ফোটা দিয়ে তার প্যান্ট নাপাক না হয়।কারণ প্রসাবের ফোটা তার প্যান্টে লাগলে আমার কাপড়েও লাগতে পারে এবং নাপাক হতে পারে, এজন্য নামাজ নাও হতে পারে, এই ভয়ে ধুয়ে দিতাম।কিন্তু এখন শীতে বাচ্চার খুব ঠান্ডা কাশি জ্বর।এখন বাচ্চার প্রসাবের পরে পানি দিয়ে ধুয়ে দেয়ার বিকল্প কি হতে পারে???