একজন বোনের মাশয়ালা হুবহু তুলে ধরা হয়েছে
বোনটির স্বামীর কয়েক বছর আগে ব্রেন টিউমার হয়েছিল অতঃপর ইন্ডিয়া গিয়ে তার ব্রেনের অপারেশন হয়েছে যেদিন অপারেশন হয় এনিসথেসিয়া এফেক্ট এর জন্য অপারেশনের পর প্রায় এক সপ্তাহ তিনি কাউকে চিনতে পারেননি এবং এটা স্বাভাবিক ডক্টর বলে দিয়েছিল ১০ দিনো লাগতে পারে। তো ওই সময়ে তার কাছে পরিবারের যেই দেখা করতে যাচ্ছিল তিনি কাউকে চিনতে পারছিলেন না উনি উল্টোপাল্টা বলছিলেন এবং নিজেকেও চিনতে পারছিলেন না তার সন্তানদের কেউ না, তখন তিনি একদিন তার স্ত্রীকে ৩ তালাক বলে সাথে ডক্টর ও আরো অনেক মানুষকে এসব শব্দ বলে যা বর্তমানে তার কিছুই মনে নেই, এরপর তারা বাংলাদেশে আসলে সরাসরি একটি ফতোয়া বোর্ডে গিয়ে যোগাযোগ করে ফতোয়া নিয়ে জানতে পারে যে কিছুই হয়নি তালাক হয়নি . বর্তমানে তারা সুখে আছে। কিন্তু এই ঘটনার পর সেই বোনটি অনেকবার তার স্বামীকে অপারেশনের দিনকার সে ঘটনাগুলো বারবার জিজ্ঞেস করত তার কিছু মনে আছে কিনা স্বামী বলত তার কিছুই মনে নেই । যাই হোক কিছুদিন আগে একটা ঝগড়ার সময় সে বোনটির স্বামী তাকে বলে তুমি যেহেতু আমার সাথে থাকতে চাও না তাহলে তোমাকে অধিকার দিলাম চতুর্থ টা তুমি দাও, যেহেতু আগে আমি ৩ তালাক বলেছি তুমিই তো বলো সবসময় তো তুমি দাও ৪ নম্বর টা । " এটাই ছিল তার এক্সাক্ট কথা । এটা শোনার পর সে বোনটি অনেক ভয় পেয়ে যায় এবং একজন হুজুরের সাথে যোগাযোগ করে যে তার স্বামী বলা কথার জন্য কোন সমস্যা হবে কিনা? তখন সে হুজুর বলে কোন সমস্যা নেই আগের ঘটনায়ও কোন সমস্যা নেই, এবং বর্তমানে স্বামীর বলা কথার জন্য নতুন করে কোন তালাক পতিত হয়নি, বা আগের ঘটনায় কোনো তালাক নতুন করে পতিত হবে কালকের বাক্য বলার দ্বারা এমন কোনো সুযোগ নেই।
কিন্তু বোনটি কোনভাবে নিশ্চিন্ত হতে পারছে না সে কি লিখিত ফতোয়া চায়। শুধুমাত্র জানতে চায় তার স্বামীর বলা বাক্যের জন্য বর্তমান ও অতীতের ঘটনায় নতুন করে কোনো কিছু কার্যকর হবে কিনা।
২. এই ঘটনা ঘটার পর সেই বোনটির স্বামী ও একজন হুজুরের সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করার আগে সে বোনটির সামনে তার বলা বাক্যটি আবার বলে যে দেখো হুজুরকে এসব এসব বলব" (উপরোক্ত বলা বাক্যটি) এখন নতুন করে বোনটির সামনে আগের বলা সে বাক্যগুলো বলার জন্য নতুন করে কোন সমস্যা হবে কিনা এটাও একটু জানাবেন.