আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
ওস্তায, এক ভদ্র মহিলা স্বপ্নে নবিজি(সা:) কে দেখেছেন। নবীজিকে স্বপ্নে দেখার জন্য তিনি কিছু আমল দিয়েছেন। বলেছেন এগুলো একটানা ১৫ দিন প্রতি রাতে আমল করতে হবে। এরপর আরও কিছু টিপস বলবে ইন শা আল্লাহ।
১। বাসমালাহ-১৯ বার
২। সাইয়্যেদুল ইস্তেগফার
৩। হাশরের শেষ ৩ আয়াত
৪। সূরা মূলক
৫। রব্বিফিরলী ইয়া যুনুবা ৩ বার
৬। ঘুমের দোয়া
৭৷ সূরা ফাতিহা ৪ বার
৮। আয়াতুল কুরসী ৩ বার
৯। সূরা বাকারা
১০। ৩ কুল
১১। ৪ কালিমা
১২। ইস্তেগফার ১০ বার
১৩। দরুদে ইব্রাহীম ১১ বার
স্বাভাবিক ভাবে এগুলো রাতের আমল। তবে এই আমল গুলো করলে নবীজি(সা:)কে দেখতে পাবো এই নিয়তে করতে কি বিদআত হবে?
যদি এই আমল গুলোকে স্বাভাবিক আমল মনে করে আমল করি এবং নিয়ত করি এগুলোর ওয়াসিলায় নবিজীকে দেখতে পাবো ইন শা আল্লাহ। তাহলেও কি বিদআত হবে?