আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আমার কিছু প্রশ্ন আছে,উত্তর দিয়ে বাধিত করবেন ইনশাআল্লাহ
১। মেয়েদের হাত পায়ের পশম কাটা কি জায়েজ আছে? সাথে মুখে যে পশম উঠে এগুলো কি কাটা যাবে?
২। মৃত পশু-পাখির কেশ ও লোম নাকি পবিত্র, এ ক্ষেত্রে কি কুকুর ও শুকর বা হিংস্র প্রাণীর কেশ বা লোম ব্যবহার করা কি জায়েজ?
৩। কেউ যদি না জেনে কোন হিন্দু ব্যাক্তির দোকান থেকে কিছু কিনে খেয়ে ফেলে তাহলে কি গুনাহ হবে? অথবা জানা থাকা সত্ত্বেও যদি হিন্দুর দোকান থেকে কিছু কিনে খেলে গুনাহ হবে?
৪। অনেক বৃদ্ধা আছেন উনারা দাঁড়িয়ে কাজ করতে পারেন কিন্তু পা ভাজ করে নামাজ পড়তে কষ্ট হয়,এক্ষেত্রে উনারা বৈঠকে অনেক সময় পা লম্বা করে ফেলেন,এরকম করা কি জায়েয আছে?
৫। সালাফি মাযহাব মুলত কোন মাযহাব,এই মাযহাব মানা কি জায়েজ আছে?
একয়েকটি প্রশ্নের উত্তর দিবেন মিন ফাদ্বলিক।