আসসালামু ওয়ালাইকুম। আমি মানসিক ভাবে ভেংগে পরেছি । আমি ৫ ওয়াক্ত নামায পরছি । অন্যান্য আমল জারি রাখার চেষ্টা করছি । আমি জানি , সুইসাইড করা হারাম। এবং এটা করা উচিথ না। আমার শুধু সুইসাইড করতে মন চাই । আমি অনেক কঠিন সময় পার করছি । আমি কোনও ভাবে নিজেকে ধরে রাখতে পারছি না। এখন আমার প্রশ্ন হচ্ছে ঃ ১} এসব ভাবার কারনে কি আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে ? ঈমান / আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আনার বা রাখার জন্য [যখন এসব চিন্তা আসবে ] কি কি করলে ঈমান টা আরও শক্ত হবে? ২} কি কি আমল করলে আল্লাহর কাছে মাফ চাইবো আর জলদি আল্লাহর কাছে জেতে পারব? এই কঠিন সময়ে আমার পরিবার আমার সাথে নেই[ বাবা , মা , ভাই , বোন
] [ আমার কোন দোষ নেই , আমাকে ভুল বুজচ্ছে] আর আমি কারো থেকে সাহায্যও নিতে চাই না , শুধু আল্লাহর থেকেই সাহায্য নিতে চাই কারন উনি এক মাত্র সাহায্যকারী । ৩} আর কিভাবে সুন্দর ভাবে দুয়া করলে আল্লাহ তায়ালা খুশি হবেন? আমাকে সুন্দর ভাবে বুঝিয়ে উত্তর দিবেন। আমি অনেক মানসিক ভাবে ব্যাহত । আরও কিভাবে ঈমান এর সহিত আমল করে আল্লাহ কে খুশি করা যাবে বা যাই আমাকে এটার একটা সমাধান দিবেন ইন শা আল্লাহ । জাযাকুমুল্লাহ খাইর।