আসসালামু আলাইকুম
আমার শুধু ভয় হয় আমার স্বামী আমার অনুপস্থিতিতে আমাকে তালাক দিবেন আর আমি জানবো না। আমি কিছুই মনে রাখতে পারি না। কয়েক মাস আগে তাকে জিজ্ঞেস করছিলাম আপনি কি আমাকে তালাক দিছেন তার ভাষ্যমতে সে জবাব দিয়েছিল "না" তবে আমার স্পষ্ট মনে নাই তাই তাকে আবার জিজ্ঞেস করেছি সেদিন কী উত্তর দিয়েছিলো সে বলছে "না " জবাব দিয়েছিলো। তাও বারবার বলতেছিলাম আসলেই সত্যি বলতেছেন পরে বিরক্ত হয়ে বলেন "কী যেন জিজ্ঞেস করসো ওদিন হ্যা বলছি নাকি যাও ওইদিন উত্তর দিছিলাম হ্যা " পরে আবার বললেন এটা বিরক্ত হয়ে মিথ্যা বলছি আর বিরক্ত কইরো না আমি কখনো তালাক দেয় নি
আল্লাহর ওয়াস্তে আমাকে জানাবেন তালাক হয়েছে কিনা