আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। এই প্রশ্নটা জানার জন্য। এমন একটা প্রশ্ন আগে করা হয়েছিল মানে স্ত্রী কষ্ট পেয়ে স্বামীকে যদি এমনিতে মুক্তি দাও বলে কোন তালাক চাওয়ার উদ্দেশ্যে না হয় তাহলে তালাক চাওয়া বুঝাবে না জবাব দেওয়া হয়েছিল। তহ জানার ছিল যে কোন মহিলা স্বামীকে যদি বলে আমাকে আর কষ্ট দিও না তুমার এসব থেকে মুক্তি দাও। তালাক না এমনিতে কষ্ট থেকে বুঝাতে মিনিং করলে।স্বামীও যদি বলে আচ্ছা মুক্তি দিলাম। মানে তালাকের কোন নিয়ত না এমনিতে এভাবে বললে কি তালাক হয়???