হাদীসে আয়াতুল কুরসির ফজিলত আছে—
পড়লে সুরক্ষা পাওয়া যায়,
ঘুমানোর আগে পড়লে শয়তান থেকে রক্ষা পাওয়া যায় ইত্যাদি।
কিন্তু লেখা ঝুলিয়ে রাখলেই সুরক্ষা হবে—এই বিশ্বাসের কোনো প্রমাণ নেই।
তবে যেহেতু আল্লাহর কালাম থেকে বরকত চাওয়া বৈধ।
তাই এভাবে আয়াতুল কুরসি কালেমায়ে তাইয়্যেবা চার কুল সূরা ইয়াসিন ইত্যাদি কালিওগ্রাফি ঘরে টাঙ্গিয়ে রাখলে অনেক বুযুর্গানে দ্বীনগণ বলেছেন যে এতে বরকত হবে।
তবে কেউ কেউ বলেন, লেখাকে “তাবিজের মতো” ঝুলিয়ে সুরক্ষার আশা করা অনেক আলেমের মতে বর্জনীয় বা বিদআত,এমনকি আকিদা দুর্বল হওয়ার আশঙ্কা থাকে।
কিন্তু যদি উদ্দেশ্য হয়
ঘরে আল্লাহর কালাম স্মরণ করিয়ে দেওয়া,
আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি,
ইবাদতের প্রতি আগ্রহ বাড়ানো —
তাহলে এটা বৈধ ও অনুমোদিত।
কিন্তু যদি উদ্দেশ্য হয়
“এই ফ্রেমই আমাদের ঘরকে রক্ষা করছে”
“এটা না থাকলে বিপদ হবে”—
তাহলে তা শিরকের দিকে নিয়ে যেতে পারে, অন্ততপক্ষে আকিদাগত ভুল।
★আয়াতুল কুরসি পড়লে সুরক্ষা হয়—এটা সহিহ হাদিসে প্রমাণিত।
★ ঘরে কোরআন তিলাওয়াত করলে শয়তান দূরে থাকে—সহিহ দলিল আছে।
লেখা ঝুলানো নয়; পড়া ও আমল-ই প্রধান।