আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
35 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (21 points)
আসসালামু আলাইকুম।

আমি ফেসবুকে এই কথাটা পেয়েছি-
জাবের বিন আবদুল্লাহ রাযি. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 'আল ফাতহ' মসজিদে তিন দিন দোয়া করেছেন। সোমবার, মঙ্গলবার ও বুধবার। কিন্তু বুধবারে যুহর ও আসরের মধ্যবর্তী সময়ে কবুল হয়েছে। ফলে তাঁর

চেহারা মোবারকে আনন্দের উজ্জ্বলতা দেখা গেছে।

জাবের রাযি. বলেন,

فَلَمْ يَنْزِلْ بِي أَمْرُ مُهِمْ غَلِيظٌ إِلَّا تَوَخَّيْتُ تِلْكَ السَّاعَةَ فَأَدْعُو

فِيهَا ، فَأَعْرِفُ الْإِجَابَةَ

'এরপর থেকে আমি যখনই কোনো কঠিন বিষয়ের সম্মুখীন হতাম, উক্ত দিবসের ঐ সময়কে দোয়ার জন্য নির্বাচন করতাম এবং দোয়া করতাম। সুতরাং আমি বুঝতে পারি যে, আমার দোয়া কবুল হয়।'

(ইমাম বুখারী, আদাবুল মুফরাদ ১/২৪৬) -শায়েখ উমায়ের কোব্বাদী হাফি.)

প্রশ্ন-এই হাদিসটি কি সত্য এবং আমলযোগ্য?

1 Answer

0 votes
by (720,840 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حَمْزَةَ، قَالَ: حَدَّثَنِي كَثِيرُ بْنُ زَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبٍ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: «دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَسْجِدِ، مَسْجِدِ الْفَتْحِ، يَوْمَ الْاِثْنَيْنِ وَيَوْمَ الثُّلَاثَاءِ وَيَوْمَ الْأَرْبِعَاءِ، فَاسْتُجِيبَ لَهُ بَيْنَ الصَّلَاتَيْنِ مِنْ يَوْمِ الْأَرْبِعَاءِ. قَالَ جَابِرٌ: وَلَمْ يَنْزِلْ بِي أَمْرٌ مُهِمٌّ غَلِيظٌ إِلَّا تَوَخَّيْتُ تِلْكَ السَّاعَةَ فَأَدْعُو فِيهَا بَيْنَ الصَّلَاتَيْنِ يَوْمَ الْأَرْبِعَاءِ فَإِلاَّ عَرَفْتُ الْإِجَابَةَ» 

জাবির ইবন আবদুল্লাহ (রাযিয়াল্লাহু আনহু) বলেন—

“রাসূলুল্লাহ ﷺ এই মসজিদে — মসজিদুল ফাতহ — তিন দিন দোয়া করেছেন: সোমবার, মঙ্গলবার এবং বুধবার।
আর বুধবার, দুই নামাজের মধ্যবর্তী সময়ে (অর্থাৎ জোহর ও আসরের মাঝখানে) তাঁর দোয়া কবুল করা হয়েছে।"

তারপর জাবির (রাঃ) বলেন—

“এরপর থেকে আমার ওপর যখনই কোনো কঠিন, গুরুত্বপূর্ণ এবং ভারী সমস্যা আসত, আমি সেই একই সময় — বুধবারের দুই নামাজের মধ্যবর্তী সময় — দোয়ার জন্য নির্বাচন করতাম।
আমি ওই সময়ে দোয়া করতাম,
আর আমি অনুভব করতে পারতাম যে আমার দোয়া কবুল হয়েছে।”
(আল-আদাবুল মুফরাদ হাদীস নং: ৭০৯, মুসনাদ আহমদ,মুসনাদ আল-আনসার
হাদীস নং: ১৪৮৬৮ ও ১৪৮৭০, আল-মুঅজাম আল-আওসত, হাদীস নং: ২৮০৪)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
হাদীসটির হুকুমঃ হাসান।
হাদীসটি গ্রহণযোগ্য ও আমলযোগ্য।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...