আসসালামু আলাইকুম।
আমি ফেসবুকে এই কথাটা পেয়েছি-
জাবের বিন আবদুল্লাহ রাযি. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 'আল ফাতহ' মসজিদে তিন দিন দোয়া করেছেন। সোমবার, মঙ্গলবার ও বুধবার। কিন্তু বুধবারে যুহর ও আসরের মধ্যবর্তী সময়ে কবুল হয়েছে। ফলে তাঁর
চেহারা মোবারকে আনন্দের উজ্জ্বলতা দেখা গেছে।
জাবের রাযি. বলেন,
فَلَمْ يَنْزِلْ بِي أَمْرُ مُهِمْ غَلِيظٌ إِلَّا تَوَخَّيْتُ تِلْكَ السَّاعَةَ فَأَدْعُو
فِيهَا ، فَأَعْرِفُ الْإِجَابَةَ
'এরপর থেকে আমি যখনই কোনো কঠিন বিষয়ের সম্মুখীন হতাম, উক্ত দিবসের ঐ সময়কে দোয়ার জন্য নির্বাচন করতাম এবং দোয়া করতাম। সুতরাং আমি বুঝতে পারি যে, আমার দোয়া কবুল হয়।'
(ইমাম বুখারী, আদাবুল মুফরাদ ১/২৪৬) -শায়েখ উমায়ের কোব্বাদী হাফি.)
প্রশ্ন-এই হাদিসটি কি সত্য এবং আমলযোগ্য?