আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
54 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (11 points)
edited by
আমার বিবাহের জন্য পাত্র পছন্দ হয়েছে এবং তাদের পরিবারের ও আমাদেরকে পছন্দ হয়েছে। তার বাবা এবং মা চাকুরীজীবি। পাত্র মেডিক্যাল ইন্টার্নশীপ করছেন এখনো। বয়স বেশি না ২৫/২৬ এর মতো। এখন আমাদের উভয়ের পরিবার এর মধ্যে কোথপকথন চলছে। কিন্তু আমার পরিবার বুছতে পারছে না কতো ধরা হলে better হয়। আমার বড়ো ২বোন, ১ম বোনের দেনমোহর ৮ লক্ষ (২০১৭) ২য় জনের ১২ লক্ষ নির্ধারন করেছেন (২০১৮)। এখন এই বিষয় নিয়ে ওনারা confused। আমার টা কতো হওয়া উচিত।আর গোল্ড এর হিসেব কেমনে করা দরকার। সেটাও কী দেনমোহর এর ভিতর হিসেব করা দরকার?

1 Answer

0 votes
by (757,350 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মহর সর্বমোট চার পদ্ধতিতে হতে পারে যথা,
(১) সর্বনিম্ন মহর (২) মহরে মিছিল (৩) মহরে মুসাম্মা (৪) মহরে ফাতেমি 

(২) সর্বনিম্ন মহর যা শরীয়তের হক( এর চেয়ে কম মহর নির্ধারণ করা যাবে না)
শরীয়ত কর্তৃক মহরের সর্বনিম্ন পরিমাণ দশ দিরহাম নির্ধারিত। ২ তুলা সাড়ে সাত রতি যা ইংরেজী ওজন হিসেবে ৩০ গ্রাম ৬১৮ মিলি গ্রাম হয়ে থাকে। এর চেয়ে কম মহর নির্ধারণ করা বৈধ হবে না। তবে মহরের সর্বোচ্চ কোনো পরিমাণ শরীয়তে নির্ধারিত নেই। বর ও কনের সম্মতিতে যে কোনো পরিমাণ পরিমাণ নির্ধারণ করা যাবে।

(২) মহরে মিছিল
কনের বাবার পরিবারের কনের সমসাময়িক ঐ সমস্ত নারী যারা সম্পদ,সৌন্দর্য, দ্বীনদারিতা,বয়স,বুদ্ধি, শহর,বিবাহিত ও অবিবাহিত হওয়ার ব্যাপারে কনের সমকক্ষ। সুতরাং ওদের যেই পরিমাণ মহর নির্ধারিত হয়েছিলো, এই পরিমাণ মহর উক্ত কনের জন্যও নির্ধারিত হবে। মহরে মিছিল অনেক কারণে ওয়াজিব হয়ে থাকে। 

(৩) মহরে মুসাম্মা 
বর ও কনে পক্ষের পরস্পর সম্মতিতে যেই মহর নির্ধারিত হয়ে থাকে, (চায় মহরে মিছিল থেকে কম হোক বা বেশী) তবে শর্ত হল, দশ দিরহাম থেকে কম না হওয়া। এটাকেই মহরে মিছিল হিসেবে সাব্যস্ত করা হয়ে থাকে। বিয়ের সময় বর ও কনে পক্ষের পরস্পর সম্মতিতে যেই মহর নির্ধারিত হয়ে থাকে, এটা আদায় করা স্বামীর উপর ওয়াজিব।

(৪) মহরে ফাতেমি
ঐ পরিমাণ মহর যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা হযরত ফাতেমা রাযি ও অন্যান্য কন্যাদের জন্য এবং অধিকাংশ বিবিদের জন্য নির্ধারণ করেছিলেন। মহরে ফাতেমির পরিমাণ পাঁচশত দিরহাম। যা ইংরেজী হিসেব মতে ১৩১ ভড়ি রূপা বা ১.৫৩০৯ কিলোগ্রাম রূপা হয়ে থাকে।


বিঃদ্রঃ 
বিয়ের সময় উপরোক্ত চার পদ্ধতির যেকোনো পদ্ধতির মহরকে পরস্পর সম্মতিতে নির্ধারণ করা যেতে পারে। চার প্রকারের যেকোনো এক প্রকারকে নির্ধারণ করে নিলে, সেটাকে মহরে শরয়ী বা শরীয়ত সম্মত মহর হিসেবে গণ্য করা যাবে।

কোন প্রকার মহর উত্তম?
এ সম্পর্কে ফুকাহায়ে কেরামগণের বিবরণ বিরোধপূর্ণ লক্ষ্য করা যায়।যেমন,মহরে ফাতেমী থেকে মহরে মিছিল বেশী হলে মহরে মিছিল-ই উত্তম।(দরসে মিশকাত-৩/২৮) মহরে মিছিলের মুকাবেলায় মহরে ফাতেমী-ই উত্তম।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১২/৩১)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/220

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বর্তমান পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী আপনার অপর দুই বোনের মত মহর নির্ধারণ করাই উচিত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (11 points)
তাহলে রুপার সনাতন পদ্ধতির নাকি ২২ কেরেটের দাম রাখা উত্তম এবং উচিত হবে???????। সনাতন এ তো রুপার পরিমাণ নাই এর বরাবর। আর যদি ২২কেরেট উত্তম হয় তবে পাত্র পক্ষকে কীভাবে বোঝানো যায় যে ২২ কেরেট এর হিসেব করা উচিত মহরে?
by (757,350 points)
যেই রূপার বাজারে ভ্যালু রয়েছে। সেই রূপা দ্বারা মহর নির্ধারণ করা হবে। ক্যারেটের হিসাব পূর্বে ছিলনা।। তাই বলা হবে, যেই রূপা সর্বত্র গ্রহণযোগ্য, সেটা দিয়েই মহর নির্ধারণ করা হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...