বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মহর সর্বমোট চার পদ্ধতিতে হতে পারে যথা,
(১) সর্বনিম্ন মহর (২) মহরে মিছিল (৩) মহরে মুসাম্মা (৪) মহরে ফাতেমি
(২) সর্বনিম্ন মহর যা শরীয়তের হক( এর চেয়ে কম মহর নির্ধারণ করা যাবে না)
শরীয়ত কর্তৃক মহরের সর্বনিম্ন পরিমাণ দশ দিরহাম নির্ধারিত। ২ তুলা সাড়ে সাত রতি যা ইংরেজী ওজন হিসেবে ৩০ গ্রাম ৬১৮ মিলি গ্রাম হয়ে থাকে। এর চেয়ে কম মহর নির্ধারণ করা বৈধ হবে না। তবে মহরের সর্বোচ্চ কোনো পরিমাণ শরীয়তে নির্ধারিত নেই। বর ও কনের সম্মতিতে যে কোনো পরিমাণ পরিমাণ নির্ধারণ করা যাবে।
(২) মহরে মিছিল
কনের বাবার পরিবারের কনের সমসাময়িক ঐ সমস্ত নারী যারা সম্পদ,সৌন্দর্য, দ্বীনদারিতা,বয়স,বুদ্ধি, শহর,বিবাহিত ও অবিবাহিত হওয়ার ব্যাপারে কনের সমকক্ষ। সুতরাং ওদের যেই পরিমাণ মহর নির্ধারিত হয়েছিলো, এই পরিমাণ মহর উক্ত কনের জন্যও নির্ধারিত হবে। মহরে মিছিল অনেক কারণে ওয়াজিব হয়ে থাকে।
(৩) মহরে মুসাম্মা
বর ও কনে পক্ষের পরস্পর সম্মতিতে যেই মহর নির্ধারিত হয়ে থাকে, (চায় মহরে মিছিল থেকে কম হোক বা বেশী) তবে শর্ত হল, দশ দিরহাম থেকে কম না হওয়া। এটাকেই মহরে মিছিল হিসেবে সাব্যস্ত করা হয়ে থাকে। বিয়ের সময় বর ও কনে পক্ষের পরস্পর সম্মতিতে যেই মহর নির্ধারিত হয়ে থাকে, এটা আদায় করা স্বামীর উপর ওয়াজিব।
(৪) মহরে ফাতেমি
ঐ পরিমাণ মহর যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা হযরত ফাতেমা রাযি ও অন্যান্য কন্যাদের জন্য এবং অধিকাংশ বিবিদের জন্য নির্ধারণ করেছিলেন। মহরে ফাতেমির পরিমাণ পাঁচশত দিরহাম। যা ইংরেজী হিসেব মতে ১৩১ ভড়ি রূপা বা ১.৫৩০৯ কিলোগ্রাম রূপা হয়ে থাকে।
বিঃদ্রঃ
বিয়ের সময় উপরোক্ত চার পদ্ধতির যেকোনো পদ্ধতির মহরকে পরস্পর সম্মতিতে নির্ধারণ করা যেতে পারে। চার প্রকারের যেকোনো এক প্রকারকে নির্ধারণ করে নিলে, সেটাকে মহরে শরয়ী বা শরীয়ত সম্মত মহর হিসেবে গণ্য করা যাবে।
কোন প্রকার মহর উত্তম?
এ সম্পর্কে ফুকাহায়ে কেরামগণের বিবরণ বিরোধপূর্ণ লক্ষ্য করা যায়।যেমন,মহরে ফাতেমী থেকে মহরে মিছিল বেশী হলে মহরে মিছিল-ই উত্তম।(দরসে মিশকাত-৩/২৮) মহরে মিছিলের মুকাবেলায় মহরে ফাতেমী-ই উত্তম।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১২/৩১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বর্তমান পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী আপনার অপর দুই বোনের মত মহর নির্ধারণ করাই উচিত।