আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শাইখ।
শাইখ রোজা অবস্থায় তো ভেজা হাত প্রস্রাবের রাস্তায় দেওয়া যায় না। এটা কি ঠিক?
১)তাহলে ফরজ গোসল করার সময় প্রস্রাবের রাস্তায় পানি পৌছাবো কিভাবে?
২) রোজা অবস্থায় প্রস্রাবের রাস্তার ভেতরে ফরজ গোসল করার সময় পানি পৌঁছাতে হবে?
৩) রোজা অবস্থায় প্রস্রাব শেষে প্রস্রাবের জায়গার পানি কাপড় দিয়ে মুছে নিতে পারবো নাকি রোজা অবস্থায় এটা থেকে বিরত থাকা শ্রেয়?যদি কাপড়টা হালকা ভেজা থাকে।