আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
48 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (34 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,


১.https://ifatwa.info/133428/ তে ১২ নং প্রশ্নের উত্তরে বলেছেন যে পিতারও হক নষ্ট হয়েছে।এখন যদি সে  ভবিষ্যতে ইনকাম করে এবং অপচয় করা তেল,ক্রিম এর টাকা যদি ফিরিয়ে দেয় তার পিতার অজান্তে (যেমন গোপনে সে তার পিতার প্যান্ট এর পকেটে টাকা রেখে দিল) তাহলে সে কি দায়মুক্ত হবে?

২. https://ifatwa.info/133428/ তে ১৩ নং প্রশ্নের উত্তর বলেছিলেন,
"যদি পাঁচ রাকাত পড়ে থাকেন, এবং ৪র্থ রাকাতে বৈঠক করেন, তাহলে নামায হয়েছে।" কিন্তু আমি বৈঠক করি নাই। তবে সাহু সিজদা দিয়েছিলাম (অন্য কারণে)।আর আমার ব্যাক্তিগত ধারণা অনুযায়ী আমি ৪ রাকাত নামাজই পড়েছি। কিন্তু একজন মুসল্লি বলে আমি নাকি ৫ রাকাত পড়েছি।এখন আমার করণীয় কি?

৩. ২ নং প্রশ্নে যদি আমার নামাজ না হয়ে থাকে তবে আমাকে কি নামাজ কাযা করার সাথে সাথে কি আমার মুসল্লিদের তা জানাতে হবে?

৪. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার পূর্বের নবীগণ কি না জেনে বা ভুল করে গুণাহ করেছেন?

৫. নির্বাচনের সময়টাতে বহু খুনাখুনির আশংকা আছে।এই অবস্থায় নির্বাচন পর্যন্ত ফজরের জামাত তরক করা যাবে?

৬. "সুবহানা রাব্বিয়াল আযীম' এ যদি "আযীম" এর 'যীম" এ যদি এক আলিফ টান না দেই তবে নামাজ কি ভেঙ্গে যাবে?

৭. নামাজে যদি পকেটে হাত দিয়ে চেক করি তবে নামাজ কি ভেঙ্গে যাবে?

৮. নামাজের মধ্যে হাসি আসল কিন্তু হাসিতে যাতে আওয়াজ না বের হয় এজন্য হাসি আটকানোর চেষ্টা করলাম কিন্তু কিরাত পড়ার সময় মুখ কাপে  তবে আওয়াজ বের হয়নি। আমার নামাজ কি হয়েছে?

৯. নামাজে দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানের  কোন নির্দিষ্ট স্থানে দৃষ্টি রাখতে হবে নাকি সমগ্ৰ মেঝেতে দৃষ্টি রাখতে হবে?

১০. স্যেকুলার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াকালীন সময়ের স্মৃতিচারণ করা ও স্মৃতিকাতর হওয়া এবং এ কারণে ঐ খানে ঘুরতে যাওয়া কি জায়েয?

১১.রোজা অবস্থায় গোসলের সময় নাকে পানি দেওয়া ও শর্দির কারণে নাক টানি । কিন্তু এর ফলে পানি ভিতরে যায় তবে গলার ভিতরে যায় কি না সন্দেহ আছে।ঐ সময় রোজা স্মরণ ছিল কি না তা সিউর না তবে পানি যখন নাকের ভিতরে আসে তথা যখন ঘটনা ঘটে তখন স্মরণ হয়েছিল তবে এর আগে রোজা স্মরণ ছিল কি না তা নিশ্চিত না। এক্ষেত্রে রোজা কি ভেঙ্গে গেছে?( ৫ অথবা ৬ ই মার্চ ২০২৫)

১২. কারো ঘর থেকে সহবাস এর আওয়াজ আসছে বা কথার আওয়াজ আসছে।যা কানে শোনা যায়।এখন কেউ যদি এসব আওয়াজ অবহেলা না করে ইচ্ছাকৃতভাবে শোনতে থাকে তবে  সে কি হক নষ্টকারী হবে?

১৩. ইসলাম অনুযায়ী ১২-৩২ বছরের ছেলেদের কতটুকু ঘুমানো উচিত? ৬ ঘন্টা ঘুমানো কি যথেষ্ট? চ্যাটজিপিটি থেকে জানতে পারলাম ৭.৫-৮ ঘন্টা ঘুমানো উচিত একজন ১৬ বছরের ছেলের।এ ব্যাপারে ইসলাম কি বলে?

1 Answer

0 votes
by (754,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) পিতার অজান্তে পিতার পকেটে টাকা রেখে দিলেই হবে।
(২) "যদি পাঁচ রাকাত পড়ে থাকেন, এবং ৪র্থ রাকাতে বৈঠক না করেন, তাহলে নামায হয়নি।" উক্ত নামাযকে দোহড়িয়ে পড়ে নিবেন। ঠিকতেমনি পাশের মুসল্লি যদি ৫ রাকাতের কথা বলেন, তাহলে ঐ মুসল্লির কথাকে ধরে নিবেন।
(৩) শুধু নামায আবার পড়ে নিলেই হবে। ঐ মুসল্লিকে আর জানাতে হবে না।
(৪) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার পূর্বের নবীগণ না জেনে বা ভুল করেও গুণাহ করেন নাই।
(৫) না, জামাত তরক করা যাবে না।
(৬) প্রশ্নের বিবরণমতে নামাযে কোনো সমস্যা হবে না।
(৭) নামাজে যদি পকেটে হাত দিয়ে চেক করা হয়, এবং তিন তাসবিহ পরিমাণ সময় নিয়ে চেক করা হয়, তবে নামাযে কোনো সমস্যা হবে না।
(৮) প্রশ্নের বিবরণমতে নামায ফাসিদ হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/10843

(৯) নামাজে দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানের দিকেই দৃষ্টি রাখতে হব। 

(১০) স্যেকুলার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াকালীন সময়ের স্মৃতিচারণ করা ও স্মৃতিকাতর হওয়া এবং এ কারণে ঐখানে ঘুরতে যাওয়া নিষেধ নয়। তবে কোনো প্রকার গোনাহের বিষয় অন্তরে নিয়ে আসা গোনাহ।

(১১) সবকিছুতেই সন্দেহ। আর সন্দেহের উপর কোনো হুকুম আরোপিত হয় না। সুতরাং রোযা ফাসিদ হবে না।

(১২) প্রশ্নের বিবরণমতে ইচ্ছাকৃতভাবে ঐসব শব্দ শোনতে থাকলে অবশ্যই হক নষ্টকারী হবে। 

(১৩) কতটুকু ঘুমানো উচিত? তা ডাক্তারের কাছ থেকে জেনে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...