আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
20 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (29 points)
আসসালামু আলাইকুম
১) আমি গর্ভবতী আলহামদুলিল্লাহ।  সময় খুব বেশি নেই আর। আলহামদুলিল্লাহ। আজ স্বপ্নে দেখি, আমি পেটের উপরের দিকে বাবুর পা নড়াচড়া দেখতে পাচ্ছি। একেবারে স্পষ্টভাবে তার পায়ের ছাপ আঙ্গুল এমনকি নখটারও অবয়ব বোঝা যাচ্ছে। তার বাবার অবিকল নখ। মা শা আল্লাহ। এতে মনে হচ্ছিলো বাবুর মাথা নিচে আছে, যেটাই আমি খুব প্রশান্ত বোধ করছিলাম। কেননা আমার আল্ট্রা রিপোর্টে বাবুর মাথা উপরে ছিলো যেটা নিয়ে আমি অনেক চিন্তায় থাকি প্রায়। এরপর দেখি যে বাবু পানির মধ্যে সুন্দর ভাবে নড়াচড়া করছে। অনেক নড়ছে। উপর থেকে নিচে বারবার ডিগবাজি খাচ্ছে আর তার ছোট ছোট চুলগুলোও পানিতে নাচছে। আর এই সুযোগে দেখলাম সে একটা মেয়ে বাবু। এরপর পরের কথা ঠিক আমার মনে নেই তবে মনে হয় ঝড় দেখতে পাচ্ছিলাম। বালু ঝড়। এই স্বপ্ন আমাকে অনেক প্রশান্তি দিচ্ছিলো। মনে হচ্ছিলো বাবুর নড়াচড়া আর পা চুল আমি বাস্তবে অনুভব করতে পারছি। এই স্বপ্নের কি কোনো ব্যাখ্যা আছে?
২) বিছানায় জায়নামাজ পেড়ে নামাজ পড়া যাবে? ঠান্ডার কারনে? যদি চাদরে নাপাকি থাকে তবে কি নামাজ হবপ?
৩) কীভাবে বুঝব কোন লোশনে, ঠোটের ক্রিমে হালাল চর্বি ব্যাবহার করা হয়েছে এবং কোনটাই হারাম?
৪)  যদি আমি ওজুর বাইরের অংশে লোশন ব্যাবহার করি আর সেটা হারাম প্রোডাকৃট হয় তবে তা থেকে পাক হওয়ার নিয়ম কি? আর হাতে পায়ে লোশন দেওয়ার সময় যদি জামায় তা ভরে যায় তবে সেই জামা টাও কি নাপাক হয়ে যাবে?

1 Answer

0 votes
by (720,840 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُسْلِمِ تَكْذِبُ وَأَصْدَقُكُمْ رُؤْيَا أَصْدَقُكُمْ حَدِيثًا وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ خَمْسٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ وَالرُّؤْيَا ثَلاَثَةٌ فَرُؤْيَا الصَّالِحَةِ بُشْرَى مِنَ اللَّهِ وَرُؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ وَرُؤْيَا مِمَّا يُحَدِّثُ الْمَرْءُ نَفْسَهُ فَإِنْ رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُ فَلْيَقُمْ فَلْيُصَلِّ وَلاَ يُحَدِّثْ بِهَا النَّاسَ "
মুহাম্মাদ ইবনু আবূ উমার আল-মাক্কী (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, যখন যুগ ও সময় (কিয়ামাতের) সন্নিকটে হয়ে আসবে তখন প্রায়শ (খাঁটি) মুসলিমের স্বপ্ন মিথ্যা ও ভ্রান্ত হবে না। তোমাদের (মাঝে) অধিক সত্যভাষী লোক সর্বাধিক সত্য (ও বাস্তব) স্বপ্নদ্রষ্টা হবে। আর মুসলিমের স্বপ্ন নুবুওয়াতের পয়তাল্লিশ ভাগের এক ভাগ। আর স্বপ্ন তিন (প্রকার)- ভাল স্বপ্ন আল্লাহর তরফ হতে সুসংবাদ (বাহক)। আর (এক ধরনের) স্বপ্ন শাইতানের পক্ষ হতে দুর্ভাবনা তৈরি করে। আর (এক ধরনের) স্বপ্ন যা মানুষ তার মনের সাথে কথা বলে (এবং ভাবনা-চিন্তা করে) তা থেকে (উদ্ভূত)।

অতএব তোমাদের কেউ যদি এমন কিছু (স্বপ্ন) দর্শন করে- যা সে পছন্দ করে না, তাহলে সে যেন (ঘুম থেকে) উঠে দাঁড়ায় এবং সলাত (সালাত/নামাজ/নামায) আদায় করে আর মানুষের নিকট সে (স্বপ্নের) কথা গোপন রাখে।
(মুসলিম ৫৭৯৮, (ইসলামিক ফাউন্ডেশন ৫৭০৮, ইসলামিক সেন্টার ৫৭৪০)

ইসলামী দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার। 
,
১. যা আল্লাহর পক্ষ থেকে বান্দাহকে দেখানো হয় যা কল্যানকর হয়।

২. শয়তানের পক্ষ হতে দেখানো হয় যাতে মানুষ খারাপ, মন্দ ভয়ংকর কিছু দেখে থাকে।
তবে শয়তান স্বপ্ন দেখানোর দ্বারা মানুষের কোন ক্ষতি করতে পারেনা।
,
ভয়ংকর স্বপ্ন দেখলে দুশ্চিন্তার কোন কারন নেই। শয়তান মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্যই এমন সব আজব আজব জিনিস দেখায়। এমনটা দেখলে ঘুম থেকে জেগে বাম দিকে থুথু ফেলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়। 

৩. মানুষের কল্পনা। অর্থাৎ মানুষ যা কল্পনা করে স্বপ্নে তা দেখতে পায়। 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
এটি আপনার মনের কল্পনা প্রসূত স্বপ্ন বলে মনে হচ্ছে।  স্বপ্নটি ভালো আলহামদুলিল্লাহ। চিন্তিত না হওয়ার পরামর্শ থাকবে।

(০২)
https://ifatwa.info/58810/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে,

হাদীস শরীফে এসেছেঃ- 
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
وَإِذَا سَجَدْتَ فَأَمْكِنْ جَبْهَتَكَ مِنَ الأَرْضِ، حَتَّى تَجِدَ حَجْمَ الأَرْضِ

যখন তুমি সেজদা করবে তখন কপাল ভালোভাবে জমিনের সঙ্গে লাগাবে, যাতে করে জমিনের কাঠিন্য অনুভব হয়। (মুসনাদে আহমাদ ২৬০৪)

ফাতাওয়ায়ে হিন্দিয়াতে আছেঃ-

ولو سجد على الحشيش أو التين أو على القطن أو الطنفسة أو الثلج إن إن استقرت جبهته وأنفه ويجد حجمه يجوز، وإن لم تستقر لا

‘কোনো ব্যক্তি যদি ঘাস ভুষি তুলা ফোম বা বরফের উপর সেজদা করে এবং তার কপাল নাক তাতে ঠেকে যায় সাথে সাথে শক্ত অনুভব করে তাহলে তার সেজদা হবে। আর শক্ত অনুভব না করলে সেজদা হবে না।’ (হিন্দিয়া ১/৭৭)
(সংগৃহীত।)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
নরম জায়গা যেমন কম্বল, তোশক, গদি বা এ জাতীয় নরম বিছানায় নামাজ পড়লে সেজদা করার সময় কপাল ও নাক ভালোভাবে লাগাতে হবে, যাতে শক্ত অনুভব হয়। 

আর যদি সেজদার স্থানটা এতটা তুলতুলে নরম হয় যে, সেজদার সময় চাপ পড়লে মোটেও শক্ত অনুভব হয় না এবং কপালকে চাপ দিয়ে স্থিরভাবে লাগানো যায় না তাহলে তাতে সেজদা করা বৈধ হবে না।

★যদি চাদরে নাপাকি থাকে, তবে তা যদি শুকিয়ে গিয়ে থাকে,সেক্ষেত্রে সেই চাদরের উপর শুকনো জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে।

(০৩)
উপাদান দেখতে হবে।
অথবা বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।

(০৪)
সেটা যদি নাপাক না হয়ে থাকে, সেক্ষেত্রে এর দরুন আপনার শরীর/জামা নাপাক হবেনা।

আর যদি সেটি নাপাক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার শরীর নাপাক হয়ে যাবে। আপনার জামায় লাগলে সে জামাটিও নাপাক হয়ে যাবে।

এমতাবস্থায় সাবান দিয়ে বা অন্য যেকোনভাবেই হোক সেটি ধুয়ে দূর করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 2,333 views
...